আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় এনে উন্নয়নে সচেষ্ট থাকার পাশাপাশি সরকারি চাকরিতেও তাদের অন্তর্ভুক্তি যাতে বেশি হয়, সেজন্য উদ্যোগী পশ্চিমবঙ্গ রাজ্য৷
শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ও প্রশিক্ষণেই পুলিশ প্রশাসনে তাদের সংখ্যা বেড়েছে বলে জানাচ্ছে সরকারের রিপোর্ট৷ রাজ্যের মোট পুলিশ কর্মীর প্রায় ১০ শতাংশ মুসলিম সম্প্রদায়ভুক্ত৷
যদিও বিভিন্ন জেলায় সংখ্যাটা ১২ থেকে ১৪ শতাংশর বেশি৷ সাচার কমিটির রিপোর্ট মেনে পুলিশ প্রশাসনে মুসলিম সম্প্রদায়ভুক্ত নাগরিকের সংখ্যা জানতে চেয়েছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রনালয়৷ পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, বছরে অন্তত দু'বার করে এই বিষয়ে রিপোর্ট তৈরি হয়৷
সেই রিপোর্ট সম্প্রতি দিল্লিকে পাঠানো হয়েছে৷ জানুয়ারি মাসে রাজ্য স্বরাষ্ট্র দফতর যে রিপোর্ট পাঠিয়েছে তাতে কলকাতা বাদে নতুন পাঁচটি কমিশনারেট, জিআরপি এবং সব জেলার মোট পুলিশ কর্মীর সংখ্যা প্রায় ১৫,২২০ বলে উল্লেখ্য করা হয়েছে৷ যেখানে মুসলিম সম্প্রদায়ভুক্ত পুলিশ কর্মী বা অফিসারের সংখ্যা ১,৪৮৭ উল্লেখ্য করা হয়েছে৷
দিল্লিতে পাঠানো রাজ্য স্বরাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী কলকাতা বাদে রাজ্যের ১৯টি জেলায় ৪১৯টি থানা রয়েছে৷ সবচেয়ে বেশি মুসলিম সম্প্রদায়ভুক্ত পুলিশ কর্মীর সংখ্যা বীরভুম জেলায়৷ এই জেলায় মোট পুলিশ কর্মীর প্রায় ২২.৯২ শতাংশ মুসলিম সম্প্রদায় ভুক্ত৷
জেলায় ১৯টি থানার ৪৫৬ জন পুলিশ কর্মী ও কর্মকর্তা রয়েছেন৷ এরমধ্যে ১০৫ জন মুসলিম সম্প্রদায়ভুক্ত৷ এরপরই রয়েছে মুর্শিদাবাদ ও মালদহ৷ নদিয়া জেলার ২২টি থানায় ১,১২১ জনের মধ্যে মুসলিম সম্প্রদায়ভুক্ত পুলিশ কর্মীর সংখ্যা ১৩৯ জন৷
রাজ্য স্বরাষ্ট্র দফতরে পাঠানো তথ্য অনুযায়ী কলকাতায় ৬৯টি থানা এলাকায় ৬,৯৬৬ জন পুলিশ কর্মী ও কর্মকর্তা রয়েছেন৷ যার মধ্যে ৭১৫ জন মুসলিম সম্প্রদায় ভুক্ত৷ অর্থাত্ মোট পুলিশ কর্মীর ১০.২৬ শতাংশই মুসলিম সম্প্রদায়ভুক্ত৷ সূত্র : সংবাদ প্রতিদিন
১৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম