আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সৌদি আরবের সঙ্গে তার দেশের কোনো লড়াই নেই এবং তেহরান কোনো দ্বন্দ্ব-সংঘাত চায়ও না। তিনি আরো বলেছেন, প্রতিবেশী দুটি দেশ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। জাওয়াদ জারিফ বলেন, ‘আমরা বিশ্বাস করি ইরান ও সৌদি আরব এ অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ দেশ হতে পারে যারা পরস্পরকে গ্রহণ এমনকি পরস্পরের সম্পূরক হতে পারে।’ মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে তিনি এসব কথা বলেছেন। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি না, এমনকি সৌদি আরব এ অঞ্চল থেকে ছিটকে পড়ুক -এমন কোনো আগ্রহও আমাদের নেই। কারণ সৌদি আরব হচ্ছে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি দেশ। কিন্তু দুঃখজনকভাবে পশ্চিমা সমর্থিত সৌদি আরবের মধ্যে এক ধরনের মোহ দেখা যাচ্ছে যে- তারা আঞ্চলিক সমীকরণ থেকে ইরানকে বাদ দিয়ে দিতে চায়।’ পরমাণু চুক্তির পর ইরান ও পশ্চিমা কয়েকটি দেশের মধ্যকার অচলাবস্থা নিরসনে সৌদি আরব চিন্তিত হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
গত ৩ জানুয়ারি সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেখ নিমর আন-নিমরের শিরশ্ছেদের পর সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং তেহরানের সঙ্গে রিয়াদ সম্পর্ক ছিন্ন করেছে। এছাড়া, ইরান-বিরোধী জোট গঠনের জন্য সৌদি আরব ব্যাপক তৎপরতা চালাচ্ছে
২১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই