 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ডিজিটাইজেশনের ফলে মানুষের জীবনসঙ্গী খোঁজার উপায় অনেকাংশে পাল্টে গেলেও এখনও পত্রিকায় পাত্র-পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেখা যায়। তবে খবরের কাগজে পাত্র-পাত্রীর বিজ্ঞাপন নতুন কিছু নয়।
তেমনই পত্রিকায় পাত্র চেয়ে দেওয়া একটি বিজ্ঞাপন অনলাইনে মানুষের ব্যাপক নজর কেড়েছে। ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইতোমধ্যে ওই বিজ্ঞাপন ভাইরাল হয়ে ছড়িয়েছে।
সমীর অরোরা নামের এক ব্যক্তি বিজ্ঞাপনের ছবিটি টুইটারে টুইট করেছেন। এতে লেখা রয়েছে, ‘ধনী পরিবারের ফর্সা ও সুন্দরী কন্যার জন্য পাত্র চাই।’ ২৪ বছর বয়সী পাত্রীর জন্য আইএএস, আইপিএস, চিকিৎসক কিংবা শিল্পপতি পাত্র চাওয়া হয়েছে এই বিজ্ঞাপনে। সেখানে পাত্রকে একই জাতের হতে হবে বলে উল্লেখ করা হয়েছে।
এরপরই বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে, ‘সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যোগাযোগ করবেন না।’ যে ব্যক্তি ছবিটি শেয়ার করেছেন, তিনি রসিকতা করে ক্যাপশনে লিখেছেন, আইটির ভবিষ্যৎ বেশি ভালো নয়।
ছবিটি দাবানলের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কমেন্টে একজন লিখেছেন, দুশ্চিন্তা করবেন না। ইঞ্জিনিয়াররা সংবাদপত্রের বিজ্ঞাপনের ওপর নির্ভর করেন না। তারা নিজেরাই সবকিছু খুঁজে নেন।
আরেকজন লিখেছেন, সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা আজকাল অনলাইনে সবকিছু খোঁজেন (নববধূসহ)। তাই এই বিজ্ঞাপনে তাদের নিয়ে ভাবতে হবে না। তারা যেভাবেই হোক সংবাদপত্রের বিজ্ঞাপনের দিকে তাকাবে না।