শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০১:১৬:০৮

জরুরী অবস্থা জারি, ভয়াবহ তুষারঝড়ে চাপা পড়বে ৫টি শহর

জরুরী অবস্থা জারি, ভয়াবহ তুষারঝড়ে চাপা পড়বে ৫টি শহর

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্কসহ পূর্ব উপকূল। ঝড়ে এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঝড়ে দুই থেকে আড়াই ফুট তুষারের চাদরে ওয়াশিংটন চাপা পড়তে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া বিভাগ। ওয়াশিংটন ডিসি এবং অন্তত পাঁচটি রাজ্যে জরুরী অবস্থা জারি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পরিচালক লুইস উসেলিনি এই ঝড়কে খুবই বিপদজনক বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, অন্তত পাঁচ কোটি লোক এই ঝড়ের আওতায় পড়বে।

বিবিসি জানিয়েছে, ইতোমধ্যে এই ঝড়ের আশংকায় শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। ওয়াশিংটন ডিসি এই ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে বলে আশংকা করা হচ্ছে।

নগরীর পুরো সাবওয়ে সিস্টেম এ সপ্তাহান্তের জন্য পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে। ঝড়ের আওতার মধ্যে সব রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল।

অন্যদিকে তুষারঝড়ের পাশাপাশি ব্রুকলিন ও কুইন্স শহরে হঠাত বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এজন্য ওই এলাকায় কয়েক হাজার মানুষকে অন্যত্র নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। সব মিলিয়ে একদিকে তুষারঝড় অন্যদিকে বন্যায় বিপর্যস্ত ওয়াশিংটন।

এই তুষারঝড়ের মাত্রা আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করা হচ্ছে। নিউ ইয়র্কের সব বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয়।

স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, অন্তত ২০টি রাজ্যের সাড়ে আট কোটি মানুষ এখন তুষারঝড়ের কবলে রয়েছে। এখনও পর্যন্ত দেশে তুষারঝড়ে ২০ জনের মৃত্যু হলেও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, তুষারঝড়ে দেশের বিভিন্ন জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

মেরিল্যান্ডের গভর্নর ল্যারি হগ্যান জানিয়েছেন, গত ৯০ বছরের মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগ মানুষ দেখেনি। ১৯২২ সালের পর এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক তুষারঝড়।

ওয়াশিংটন ডিসিতে ৩০০ এবং নিউ ইয়র্ক সিটিতে ন্যাশনাল গার্ডের ৬০০ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। যে কোনও ধরনের প্রয়োজনে এই বাহিনী সদস্যরা পৌঁছে যাবে ঘটনাস্থলে। অন্যদিকে পুলিশ এবং দমকল বাহিনীতে ছুটি বাতিল করা হয়েছে।

বাল্টিমোর এবং ওয়াশিংটন ডিসিতে শনিবার রাত পর্যন্ত ৩০ ইঞ্চির বেশি বরফ পড়তে পারে বলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানাচ্ছে। ১৯২২ সালে ওয়াশিংটন ডিসিতে ২৮ ইঞ্চি বরফ জমেছিল, তা ছিল এযাবতকালের রেকর্ড।

এছাড়াও আটলান্টিক সিটি, ফিলাডেলফিয়া এবং নিউ ইয়র্ক সিটিসহ বেশ কয়েকটি শহরেও ঝড়ের শঙ্কা রয়েছে। ব্রুকলিন, কুইন্সের সঙ্গে স্ট্যাটেন আইল্যান্ডে বন্যা সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।
২৩ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে