শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬, ০৬:০৩:০২

‘একাধিক পরমাণু বোমা তৈরির ক্ষমতা ছিল ইরানের’

‘একাধিক পরমাণু বোমা তৈরির ক্ষমতা ছিল ইরানের’

আন্তর্জাতিক ডেস্ক : সমঝোতায় পৌঁছনোর আগে পরমাণু বোমা বানানোর চেষ্টা করেছিল ইরান। কিন্তু ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সমঝোতা হওয়ার পর পরমাণু বোমা বানানোর সব পথ বন্ধ হয়ে গিয়েছে ইরানের। সম্প্রতি এমনটাই দাবি করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে দেয়া বক্তৃতায় জন কেরি বলেন, কোনো ধরনের নিয়ম নীতি না মেনেই হাইরেজিলিউসান ইউরেনিয়াম নিয়ে ইরান তার পরমাণু কর্মসূচি দ্রুত গরিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল। ইরানের হাতে উঁচু মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম ছিল যা দিয়ে ১০ থেকে ১২টি পরমাণু বোমা বানানো সম্ভব ছিল। কিন্তু ইরানের সম্মতি ও সমঝোতার পর তারা এই কর্মসূচি থেকে পিছু হটেছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ যেখানে বলেছে, ২০০৩ সালের পর ইরানের পরমাণু কর্মসূচি কখনই সামরিক দিকে মোড় নেয় নি। সেখানে চূড়ান্ত সমঝোতা ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমনটাই চাঞ্চল্যকর অভিযোগ করলেন।
২৩ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে