মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৩৪:০৫

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অবস্থান বদল আমেরিকার

তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অবস্থান বদল আমেরিকার

আন্তর্জাতিক ডেস্ক : সোভিয়েত ইউনিয়নের পতেনের পর বাইরের কোনো দেশে রাশিয়া সেনা মোতায়েন করতে পারে তা কল্পনাও করেনি আমেরিকা। নিজের রবিবারের অবস্থান থেকে একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেল তারা। এমনকী হোয়াইট হাউস তরফে বলা হয়েছে, সিরিয়ার নতুন সংকট নিয়ে মাথাও ঘামাচ্ছে না তারা।

মার্কিন বিশ্লেষক রডনি মার্টিন এক সাক্ষাৎকারে বলেছেন, “সিরিয়ার চলমান সংকট সমাধানের জন্য রাশিয়া কৌশলগত সামরিক সরঞ্জাম মোতায়েন করবে এমন কথা কল্পনাও করেনি আমেরিকা।”

তিনি আরও বলেন, “মূল পরিকল্পনা ছিল ইজরায়েলের স্বার্থ রক্ষার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলিকে অস্থিতিশীল করা এবং আমার মনে হয় আমেরিকা কখনও ভাবেনি যে, সোভিয়েত ফেডারেশনের পতনের পর নতুন করে মস্কো দেশের বাইরে বিমান বাহিনী ও ভারী অস্ত্র মোতায়েন করতে পারে।” গোটা ঘটনায় আমেরিকা নিজেই অবাক বলে মতপ্রকাশ করেছেন রডনি।

সম্প্রতি সংবাদপত্রে প্রকাশ খবর অনুযায়ী, রাশিয়া তাদের ট্যাংক এবং কয়েক ডজন সেনা পাঠিয়েছে সিরিয়ায়। এরমধ্যে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, গত শুক্রবার লাত্তাকিয়ার কাছে একটি বিমানঘাঁটিতে রাশিয়া কয়েকটি জঙ্গিবিমান পাঠিয়েছে।

এই প্রসঙ্গে মার্টিন বলেন, সত্যিকারের সমাধান ও শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলির উচিত আন্তর্জাতিক ভূ-রাজনীতির ক্ষেত্রে রাশিয়াকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে গ্রহণ করা। সূত্র: প্রেস টিভি
২২ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে