মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০১৬, ০৪:৪০:২৯

কর্মীদের ভুলে অকেজো পরমাণু ক্ষেপণাস্ত্র

কর্মীদের ভুলে অকেজো পরমাণু ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক : সামরিক ইঞ্জিনিয়ারদের ভুলের কারণে অকেজো হয়ে পড়ল একটি পরমাণু ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র 'মিনিটম্যান'। আমেরিকার কলোরাডো এলাকার একটি সামরিক অস্ত্র কারখানায় এই ক্ষেপণাস্ত্র তৈরি কাজ চলছিল। কিন্তু কর্মীদের কিছু ভুলের কারণে সেই ক্ষেপনাস্ত্রটি ছোঁড়ার অনুপযুক্ত হয়ে গিয়েছে বলে স্বীকার করে নিয়েছে মার্কিন বিমান বাহিনী। ক্ষেপণাস্ত্রটি ভূগর্ভের সাইলোতে রাখা ছিল। এ ঘটনার প্রায় ২০ মাসেরও বেশি সময় পরে এ বিষয়টি প্রকাশ করেছে মার্কিন বিমান বাহিনী।

২০১৪ সালের মে মাসের ১৭ তারিখে ঘটে যাওয়া এই ঘটনার জন্য মার্কিন বিমান বাহিনীর তিন কর্মীকে দায়ী করা হয়েছে। ঘটনার পর অকেজো পরমাণু ক্ষেপণাস্ত্রটিকে সাইলো থেকে সরিয়ে নেওয়া হয়। পরমাণু ক্ষেপণাস্ত্রটি মেরামতে ১৮ লাখ ডলার ব্যয় হয়েছে বলেও জানানো হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন সেনাবাহিনীর তদন্ত বিভাগ। পুরো বিষয়টি যথেষ্ট গোপনিয়তা বজায় রাখা হচ্ছে। এর থেকে আর বেশি কোনো তথ্যই জানানো হচ্ছে না বাহিনীর পক্ষ থেকে।

সম্ভাব্য পরমাণু হামলা ঠেকানোর জন্য মাটির নীচের অনেকগুলি সাইলোতে মিনিটম্যান মোতায়েন রেখেছে আমেরিকা। এই ধরনের প্রতিটি ক্ষেপণাস্ত্র এলাকা গড়ে উঠেছে প্রায় তিন একর জায়গা নিয়ে। মাটির নীচের নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে প্রতিটি ক্ষেপণাস্ত্র এলাকার যোগাযোগ রয়েছে। সেখানেই একটি মিনিটম্যান নষ্ট হয়ে গিয়েছে।
২৬ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে