বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬, ০৮:৫৪:০৮

পদত্যাগ করলেন মন্ত্রী

পদত্যাগ করলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করেছেন ফ্রান্সের কৃষ্ণাঙ্গ বিচারমন্ত্রী ক্রিস্টিয়ান তবিরা।  ফ্রান্সে সিনিয়র রাজনীতিকদের মধ্যে গুটিকতক যে কজন কৃষ্ণাঙ্গ রয়েছেন, ক্রিস্টিয়ান তবিরা তাদের অন্যতম।

সন্ত্রাসী প্রমাণিত হলে দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের প্রতিবাদে তবিরা পদত্যাগ করেন।

বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

ফ্রান্সে অল্প যে কজন কৃষ্ণাঙ্গ রাজনীতিক রয়েছেন, তার মধ্যে মিস তবিরা অন্যতম।  প্রায়ই তিনি দক্ষিণপন্থিদের কাছ থেকে বর্ণবাদী কটাক্ষের শিকার হয়েছেন।

প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের ঘনিষ্ঠ হলেও সম্প্রতি দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলে সরকারের উদ্যোগের বিরোধিতা করছিলেন তিনি।।
তার আপত্তি স্বত্বেও প্রস্তাবটি ফরাসী সংসদে ওঠার প্রাক্কালে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

টুইটারে ক্রিস্টিয়ান তবিরা লিখেছেন, ‌‘....কখনো কখনো প্রতিহত করতে বেরিয়ে যেতে হয়।’

নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর ফ্রান্সের সরকার চাচ্ছে, সন্ত্রাসের সাথে যোগসূত্র খুঁজে পেলে দ্বৈত নাগরিকদের ফরাসী নাগরিকত্ব বাতিল করা হবে।
এ ব্যাপারে সংবিধান পরিবর্তন করার জন্য সংসদে আইন পাশের উদ্যোগ নেয়া হয়েছে।

কিন্তু বিচারমন্ত্রী ক্রিস্টিয়ান তবিরা তাতে আপত্তি করছিলেন।  তার বক্তব্য ছিল, নাগরিকত্ব বাতিল করে কোনোভাবেই সন্ত্রাস ঠেকানো যাবে না।

এই ইস্যুতে প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালের সাথে খোলাখুলি বিরোধে জড়িয়ে পড়েন তিনি।

প্রেসিডেন্ট ওঁলাদ ক্রিস্টিয়ান তবিরার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
প্রায় সাথে সাথেই জ্যঁ জাক উরভোয়াস নামে ক্ষমতাসীন দলের এক রাজনীতিককে তার জায়গায় নিয়োগ করা হয়েছে।

মি উরভোয়াস দ্বৈত নাগরিকদের নাগরিকত্ব বাতিলের ঘোরতর সমর্থক।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে