 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : গাড়ির ধাক্কায় আকাশে উড়ে গিয়ে মাটিতে ফিরলো মানুষটা। মাটি থেকে ১৫ ফুট ওপরে উঠে গিয়ে নিথর দেহ হয়ে ফিরল মাটিতে।
তবে মাটি থেকে উপরে ওঠার সময় দেহে প্রাণ থাকলেও মাটিতে গিয়ে পড়ল একটা নিথর দেহ। এমই একটি ভয়ঙ্কর ভিডিওটি ধরা পড়ল রাস্তায় লাগানো সিসিটিভিতে।
জিনিউজের এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য জানা গেছে।
ভিডিওটির ফুটেজে পরিষ্কার দেখা গেছে, ধীরে ধীরে রাস্তা পার হচ্ছিলেন ৫৩ বছর বয়সী ওই পুরুষ। হঠাৎই একটা সাদা রঙের ফিয়েট ৫০০ এসে ধাক্কা মারে ওই মাঝ বয়সী পুরুষটিকে।
ধাক্কার সঙ্গে সঙ্গেই মাটি থেকে ১৫ ফুট ওপরে উঠে যান মাঝ বয়সী পুরুষটি। তারপর গাড়িতে ঠোক্কর খেয়ে মাটিতে পড়ে যায় নিথর দেহটি। ঘটনাটি ঘটেছে কেম্পটাউনের ব্রাইটনে।
কি ঘটেছিল ওই মাঝবয়সী মানুষটির, ভিডিওটি দেখলে দুবার ভাবতে হবে।
পুলিশের তরফে ভিডিওটি রিলিজ করা হয়েছে।  তবে সুখের কথা, ওই ব্যক্তি বেঁচে আছেন।  সুস্থও হচ্ছেন তিনি।
২৭ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম