 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : চীন, জাপান, মেক্সিকোর সমালোচনা করলেও ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান পার্টি থেকে আমেরিকার রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন এই আলোচিত ও সমালোচিত শিল্পপতি।
সোমবার সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বললেন, ভারত দারুণ উন্নতি করছে। কিন্তু কেউ সেই কথা বলছে না। তবে আমেরিকা ক্রমশই পিছিয়ে পড়ছে। দুঃখের বিষয় এখন আমেরিকাকে কেউ সম্মানও করে না।
সম্প্রতি বিভিন্ন বিষয়ে বিতর্কীত মন্তব্য করে বারবার বিতর্কে জড়িয়েছেন ট্রাম্প। চীন, জাপানেরও নিন্দা শোনা গেছে তার মুখে। এই প্রথম আলাদা করে ভারত সম্পর্কে মুখ খুললেন। আর সবাইকে রীতিমতো অবাক করে প্রশংসা করলেন। তবে নিজের দেশের অর্থনৈতিক অবস্থাকে এক হাত নিতে ছাড়লেন না।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি