 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : এবার ভারতের সাধারণতন্ত্র দিবসে যখন ভারতীয় সেনার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কুচকাওয়াজ করল ফরাসি সেনা, তখন শুধু ইতিহাস তৈরিই হল না, ইতিহাসকে ফিরে দেখাও হল। আর তার সঙ্গে জড়িয়ে গেলেন টিপু সুলতান!
ঘটনা হল ফ্রান্সের ‘৩৫ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’ যা রাজপথে হেঁটে নজির গড়ল, সেই রেজিমেন্ট তৈরি হয়েছিল সেই ১৬০০ সালে। ফ্রান্সের লরাঁতে। ১৭৮১ থেকে ৮৪–তে রেজিমেন্টের সদস্যরা ছিলেন ভারতে। ভারত থেকে ব্রিটিশদের উৎখাত করতে তখন মহীশূর সম্রাট টিপু সুলতানের সঙ্গে আঁতাত গড়েছে ফরাসিরা। সেই যুদ্ধে ৩৫ ইনফ্যান্ট্রি রেজিমেন্টই ছিল ফ্রান্সের শক্তি।
আবার ১৭৮৩–তে ‘২৪ বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রি’ এবং ‘মাদ্রাজ আর্মি’–র কাছে দুরমুশ হয় ফরাসিদের ৩৫ ইনফ্যান্ট্রি। ওই যুদ্ধে গুরুতর জখম সেনা কর্মকর্তা জঁ বাপতিস্ত দ্য বার্নাদোত পরবর্তীকালে সুইডেনের রাজ সিংহাসনে বসেন। আর টিপু সুলতানের ‘ক্যাভালরি’ এখনও সসম্মানে আছে। ওই সময়ে তাদের ‘মাইসোর ল্যান্সার্স’ নামে চিনত সবাই। স্বাধীনতার পর তাদের নাম পাল্টে হয়েছে ‘৬১ ক্যাভালরি’।
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ/এসএস/এসবি