বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৪১:০৫

‘উত্তর কোরিয়া নয়, আমেরিকাকেই বিশ্বাস করা যায় না’

‘উত্তর কোরিয়া নয়, আমেরিকাকেই বিশ্বাস করা যায় না’

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমারর পরীক্ষা চালানোর পর দেশটির পরমাণু বোমার হুমকি নিয়ে চিন্তিত হয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি চীনে সফরে গেছেন।

বেইজিংয়ে তিনি বলেছেন, সম্প্রতি উত্তর কোরিয়া পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে পুরো বিশ্বকে প্রকাশ্য হুমকির মুখে ফেলেছে।

জন কেরির এই বক্তব্যের পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউরোপের ভূ-রাজনৈতিক বিশ্লেষক ও বেলগ্রেডের সেন্টার ফর সিনেক্রিয়েটিক স্টাডিজের পরিচালক জ্যাকুইন ফ্লোরেস। তিনি এক সাক্ষাৎকারে বলেন, পরমাণু বোমার বিষয়ে বিশ্বের কোনো দেশকে সমালোচনা করার অধিকার আমেরিকার নেই; কারণ আমেরিকাই একমাত্র দেশ যে কিনা পরমাণু বোমা ব্যবহার করেছে।

ইউরোপের এ বিশ্লেষক বলেন, আমেরিকা যে শান্তির বার্তা দেয়ারই চেষ্টা করুক না কেন, যেহেতু তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের ওপর পরমাণু বোমা দিয়ে হামলা চালিয়েছে সে কারণে ওয়াশিংটনকে মোটেই বিশ্বাস করা যায় না।

ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেছেন, বিশ্বের সব দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা হস্তক্ষেপ এবং ইতিহাস ও ঘটনাপ্রবাহের ওপর নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।

আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, জাপানের বেসামরিক লোকজনের ওপর আমেরিকা পরমাণু বোমা হামলা চালিয়েছে এবং সে হামলা একবার নয় দুই বার করেছে।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে