আন্তর্জাতিক ডেস্ক : চীন বিশ্বের একটি অন্যতম অর্থনৈতিক শক্তি। কিন্তু ইদানিং সে দেশের অর্থনীতি ঝিমিয়ে পড়েছে। তাই বহুজাতিক কোম্পানিগুলো তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই চীনের বদলে বিশ্ব বিখ্যাত ব্রান্ড অ্যাপেলের চোখ এখন ভারতের দিকে।
গত ১৩ বছরে এই প্রথম আয় কমেছে প্রতিষ্ঠানটির। আই-ফোনের বাজার ধরে রাখতে ভারতকেই বেছে নেয়ার কথা বলেছেন কর্মকর্তারা।
অ্যাপেলের চীফ ফিনান্সিয়াল অফিসার লুকা মাস্ট্রি জানান, এদেশের তাদের স্মার্ট ফোনের বিক্রির পরিমাণ এই বছরের শেষ তিন মাসে তার আগের বছরের শেষ তিন মাসের তুলনায় ৭৬ শতাংশ বৃদ্ধি হয়েছে। সংস্থার সিইও আর বড় রকমের বৃদ্ধি আশা করছেন।
তবে এক্ষেত্রে চীনের বিকল্প ভারত হতে পারবে বলে মনে করছেন না বাজার বিশেষজ্ঞরা। তার কারণ গত বছরের শেষ তিনমাসে অ্যাপেলের সাড়ে চার লক্ষ স্মার্টফোন ভারতে এলেও তুলনায় অনেক বেশি স্মার্ট ফোন চীনে পাড়ি দিয়েছে।
চীনের ক্ষেত্রে ওই সংখ্যাটি হল ১৫ লক্ষ। তবুও যে ভাবে ফোর-জি বাজার বিস্তার করছে ভারতে তাতে ভারতের ক্রেতারা আরও বেশি করে স্মার্টফোনে বিনিয়োগ করবে বলেই মনে করা হচ্ছে। তবে এখনও চিনে অ্যাপেলের ফোন পকেটে রাখা আভিজাত্যের প্রতীক হিসবে ধরা হয়।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস