বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৩:৩৬:২০

হঠাৎ গ্রামের পুকুরে কুমির, আতঙ্কে গ্রামবাসী

হঠাৎ গ্রামের পুকুরে কুমির, আতঙ্কে গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক : নদীতে কুমির থাকে এটাই স্বাভাক। বড়জোর নদী থেকে খালে চলে আসতে পারে এই জলজ প্রাণীটি। কিন্তু যদি শোনেন গ্রামের পুকুরে সাতার কাটছে কুমির। তা হলে? বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। সেই কুমির দেখতে এসেছেন গ্রামবাসী। ফলে গ্রামে মানুষের ভিড় দৃশ্যত মনে হবে এটি একটি চিড়িয়াখানা। কুমিরটি লম্বায় প্রায় সাড়ে চার ফুট।

সুন্দরবন সংলগ্ন ভারতের কুলতলি ব্লকের পূর্ব গুরগুরিয়া গ্রামের লোকালয়ে নয়া আতঙ্ক। মাতলা নদী থেকে একটি বছর তিনেকের কুমির ঢুকে পড়ল লোকালয়ে।

গ্রামের বাসিন্দা মহাদেব পয়রার বাড়ির পুকুরে গত দু’দিন ধরে কিছু একটা বড় জন্তু ঢুকে পড়েছে বলে অনুমান করেন স্থানীয় বাসিন্দারা। সেই মতো বুধবার খবর দেওয়া হয় বন দফতরের কুলতলি বিট অফিসে। বনকর্মীরা এসে পুকুরটিকে জাল দিয়ে ঘিরে দেন। কিছুক্ষণ পরেই তাঁরা টের পান পুকুরে কুমিরের উপস্থিতি। এর পরে পুকুরে জাল ফেলে ধরা হয় কুমির।

কুমির দেখতে প্রচুর মানুষ ভিড় জমান মহাদেববাবুর পুকুর পাড়ে। কুমিরটিকে ধরার পরে বনকর্মীরা দেখেন সেটি লম্বায় প্রায় সাড়ে চার ফুট। সম্পূর্ণ সুস্থ এই কুমিরটিকে পরে মাতলা নদীতে ছেড়ে দেওয়া হয়।
২৮ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে