বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৫:৩৩:৪৯

হাইড্রোজেন বোমার পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র!

হাইড্রোজেন বোমার পর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক : গত কয়েকসপ্তাহ আগেই পরীক্ষামূলক হাইড্রোজেন বোমার সফল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। যা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয় জোর রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা। সেই রেশ কাটতে কা কাটতেই এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে উত্তর কোরিয়ার নেতা কিম-জং-উন। আগামী সপ্তাহেই এই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হতে পারে বলে জানা গিয়েছে।

স্থানীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর জানা যায়, উপগ্রহ থেকে নেওয়া ছবি বিশ্লেষণ করে দেখা গিয়েছে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের তোংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এমন ধারণা করা হচ্ছে। আগামী সপ্তাহেই এই ক্ষেপনাস্ত্র ছোঁড়া হবে বলে মনে করা হচ্ছে।

গত কয়েকদিন আগেই বিশ্বের মানচিত্র থেকে আমেরিকাকে মুছে দেওয়ার মতো অস্ত্র পিয়ংইয়ং’র কাছে আছে বলে হুমকি দিয়েছিল উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। সেই হুঁশিয়ারি দেওয়ার কয়েক দিনের মধ্যেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়ার খবর জানা গেল।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে