বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৫:০৪

সুইডেনেও আশ্রয় হলো না তাদের

সুইডেনেও আশ্রয় হলো না তাদের

আন্তর্জাতিক ডেস্ক : শরণার্থীরা আশ্রয়ের জন্য অনেক দেশেই আশ্রয় প্রার্থনা করেছেন। সেই হিসেব বেশ কিছু আশ্রয় প্রার্থী অবেদন করেছিল সুইডেনে আশ্রয়ের জন্য। কিন্তু সুইডেন কর্তৃপক্ষ সেদেশে আবেদন করে ব্যর্থ হওয়া প্রায় আশি হাজারেরও বেশি আশ্রয় প্রার্থীকে বের করে দেয়ার পরিকল্পনা নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

সুইডেনের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যান্ডার্স ইজম্যানের কথা উল্লেখ্য করে সেদেশের একটি সংবাদ মাধ্যমে এমনি খবর জানা গিয়েছে। এইসব আশ্রয়প্রার্থীদের চার্টার্ড বিমানের মাধ্যমে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। তবে এজন্য কয়েক বছর সময় লেগে যেতে পারে বলেও তিনি জানিয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে ষাট হাজার আবেদনকারীর বিষয়ে আলাপ-আলোচনা চলছে। তবে এই সংখ্যা আশি হাজার ছাড়িয়ে যেতে পারে। গেল ২০১৫ সালে সুইডেনে অভিবাসনের জন্য দেড় লাখের বেশি আবেদন করা হয়েছে। ইউরোপের একক কোনও দেশ হিসেবে আবেদনের এই সংখ্যা সর্বোচ্চ।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে