বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৬:০০:৫১

মাত্র ৩ লাখ টাকায় মিলবে নতুন গাড়ি

মাত্র ৩ লাখ টাকায় মিলবে নতুন গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক : নিজের একটি গাড়ি হোক, এমন স্বপ্ন কে না দেখেন? তবে সাধ আর সাধ্যের সমন্বয় ঘটে না বলেই অনেক ক্ষেত্রে স্বপ্নটা অধরাই রয়ে যায়। থেকে যায় একটা হতাশা। তবে এবার আর সেই হতাশার কারণ নেই। মাত্র ৩ লাখ টাকায় এবার পাওয়া যাবে গাড়ি।

এই বছর মারুতি সুজুকির একগুচ্ছ নতুন গাড়ি আসবে বাজারে। সেই তালিকায় রয়েছে নতুন কমপ্যাক্ট এসইউভি, মারুতি সুজুকি ইগনিস। এক্স শোরুম প্রাইস হবে ৩ লাখ থেকে পাঁচ লাখের মধ্যে।

শোনা যাচ্ছে, এই বছরের শেষের দিকে, মোটামুটিভাবে উৎসবের মরশুমেই আনুষ্ঠানিক উদ্বোধন হবে মারুতি সুজুকি ইগনিস-এর। তাহলে আসুন এক ঝলক দেখে নেওয়া যাক এসব গাড়ির বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি—

১) বিদেশের বাজারে ১.৩ লিটার ডিউরাজেট পেট্রল ইঞ্জিন থাকবে ইগনিসে। কিন্তু ভারতীয় বাজারে যে মডেলগুলি আসবে, সেখানে হয়তো থাকবে মারুতি সুইফ্‌টের মতো ১.২ লিটার কে-সিরিজ ইঞ্জিন। তবে শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই ইগনিসের জন্য বুস্টারজেট টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন তৈরি করবে মারুতি।

২) ইগনিসের ডিজেল ভার্সনে থাকবে ০.৮ লিটার টু-সিলিন্ডার ডিডিআইস ইউনিট।   

৩) ইগনিসে থাকছে ৮৯.৭৫ ব্রেক হর্সপাওয়ার।

৪) ফোর হুইল ড্রাইভ সিস্টেম।

৫) সুজুকির ডুয়াল ক্যামেরা ব্রেকিং সিস্টেম।  

৬) ২৪৩৫ মিলিমিটার হুইল বেস এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্সে ১৮০ মিলিমিটার।

৭) থাকবে ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ্‌স, এবিএস, ইবিডি, প্রোজেক্টর হেডলাইট্‌স।

৮) অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, টাচস্ক্রিন স্মার্টপ্লে সিস্টেম।

৯) সুজুকির স্মার্ট হাইব্রিড ভেহিক্‌ল সিস্টেমও থাকবে এই গাড়িতে।

১০) এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি মাইলেজ, তবে মাহিন্দ্রা কেইউভি-র সঙ্গে প্রতিযোগিতা রাখতে সম্ভবত ১৫ কিমি প্রতি লিটার থেকে ২০ কিমি প্রতি লিটারের মধ্যেই থাকবে পেট্রল ভার্সনের মাইলেজ।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে