বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৬:৪৬:৩৩

পদত্যাগ করলেন অর্থমন্ত্রী

পদত্যাগ করলেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের অর্থমন্ত্রী আকিরা আমারাই পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠার পর আজ বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে এক সংবাদ সম্মেলনে তিনি এ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার বিরুদ্ধে আনীত সক রকেমের অভিযোগ অস্বীকারও করেছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জাপানের একটি সংবাদ ম্যাগাজিনে অর্থমন্ত্রী আকিরা আমারির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগে প্রকাশিত হয়। এতে বলা হয়, আকিরা জাপানের একটি কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে ঘুষ নিয়েছেন। এর বদলে আকিরা ওই কোম্পানিকে কিছু সুবিধা দেবেন। কিন্তু আগে থেকে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে ফের ওই অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি।

তবে আকিরা নিজেও এই অর্থ গ্রহণের কথা স্বীকার করেছেন। তবে একে রাজনৈতিক অনুদান হিসেবে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এরই জের ধরেই তিনি পদত্যাগ করলেন অর্থমন্ত্রীর পদ থেকে।

উল্লেখ্য, দেশটির প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নেতৃত্বে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। দেশটির উন্নয়ন শিনজো সরকারের সফলতা হিসেবে দেখা হয়। আকিরা ২০১২ সালে দেশটির অর্থমন্ত্রীর দায়িত্ব পান। এছাড়া শিনজো অ্যাবে নেতৃত্বাধীন সংসদের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সদস্য ছিলেন তিনি। আগামী সপ্তাহে নিউ জিল্যান্ডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের কথা ছিল তার।
২৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে