বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬, ০৮:৪০:৫১

ওবামার রহস্যময় এক কালো ব্রিফকেস!

ওবামার রহস্যময় এক কালো ব্রিফকেস!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।  তিনি যেখানেই যান সবার চোখের আড়াল যেতে থাকে একটি কালো চামড়ার ব্রিফকেস।  অনেকে একে 'নিউক্লিয়ার ফুটবল' কোড নামে চেনেন।

নিউক্লিয়ার অ্যাটাকের মতো কোনো সিদ্ধান্ত দিতে হোয়াইট হাউজের 'সিচুয়েশন রুম'কে কমান্ড সেন্টার বলা হয়।  কিন্তু হোয়াইট হাউজের বাইরে প্রেসিডেন্ট থাকাকালীন এ অবস্থার সৃষ্টি হলে নিউক্লিয়ার আক্রমণের সিদ্ধান্ত দিতে যা প্রয়োজন, তার সবাই আছে ওই কালো চামড়ার ব্রিফকেসে।

অফিসিয়ালি ব্রিফকেসটিকে বলা হয় ‘প্রেসিডেন্টের জরুরি স্যাচেল’।  ব্রিফকেসটি দেখতে খুব সাধারণ।  মনে হয় না বিশেষ কিছু।  ওবামার নিরাপত্তার নিয়োজিত বিশেষ ৫ জন মিলিটারি পারসোনেলের একজনের কাছে থাকে ব্রিফকেসটি।  যেকোনো মুহূর্তে তা প্রয়োজনে কমান্ডার ইন চিফের কাছে পৌঁছে যাবে।

হোয়াইট হাইজ মিলিটারি অফিসের সাবেক পরিচালক বিল গালি জানান, এই অনন্য ব্রিফকেসে কোনো লাল বোতাম নেই, যা চেপে দিলে নিউক্লিয়ার অ্যাটাক শুরু হয়ে যাবে।  এতে আছে ৪টি জিনিস।

১. কালো ও লাল কালিতে লেখা হয়েছে ৭৫ পাতার একটি ‘ব্ল্যাক বুক’। প্রতিশোধমূলক নিউক্লিয়ার আক্রমণের নানা অপশন দেয়া আছে তাতে।

২. আরেকটি ‘ব্ল্যাক বুক’ রয়েছে যাতে প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করে এমন গোপন স্থানের ঠিকানা দেয়া আছে।

৩. ইমার্জেন্সি ব্রডকাস্ট সিস্টেম কীভাবে পরিচালিত করতে হয় তার নির্দেশনাসম্বলিত একটি ফোল্ডার রয়েছে।

৪. নির্দেশনা প্রদানের কোড-সম্বলিত একটি ইনডেক্স রয়েছে এতে।

মাঝেমধ্যে ব্রিফকেসের মধ্য থেকে একটি অ্যান্টেনা উঁকি দেয়।  এর অর্থ হলো- নিউক্লিয়ার ফুটবলের ভেতরে যোগাযোগ স্থাপনের কিছু যন্ত্রপাতি রয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের এই ব্রিফকেসটি রাখতেন এয়োর ফোর্স মেজর রবার্ট প্যাটারসন।  তিনি বলেন, ব্রিফকেসটি নিয়ে আপনি সব সময় জরুরি মুহূর্তে রয়েছেন।  এটা মাঝে মাঝে খুলে নিজেকে উদ্দীপ্ত করে নিতাম।  যখন আমি হোয়াইট হাউজের এদিক ওদিক যেতাম তখন ৪৫ পাউন্ড ওজনের ব্রিফকেসটি নিয়ে মিলিটারি এইডরা প্রেসিডেন্টের কাছাকাছি থাকতেন।

এপির এক প্রতিবেদনে জানা যায়, প্রেসিডেন্টের সঙ্গে ব্রিফকেসটি বিমান, গাড়ি, হেলিকপ্টার, এলিভেটর সব জায়গায় ছোটাছুটি করে।  

কেনেডি আমল থেকে ব্রিফকেসটির দেখা মেলে।  আবারো ১৯৬২ সালে কিউবান ক্রাইসিসের সময় ফিরে আসে তা।  

নিরাপত্তায় নিয়োজিত সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কাছে একটি বিষয় পরিষ্কার যে, নিউক্লিয়ার যুদ্ধের প্রস্তুতিতে প্রেসিডেন্ট অসীম প্রবেশাধিকার চান।  তারই চিহ্ন এই ব্রিফকেস।  যেখানে যেকোনো অবস্থাতেই নিউক্লিয়ার অ্যাটাকের জন্য ছোট ব্রিফকেসটিই যথেষ্ট।  সূত্র : বিজনেস ইনসাইডার
২৮ জানুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে