শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০২:৪৮:০৭

দুই হাত নেই মা-ছেলের, এরপরও কঠিন জীবনযুদ্ধে জয়ী

দুই হাত নেই মা-ছেলের, এরপরও কঠিন জীবনযুদ্ধে জয়ী

আন্তর্জাতিক ডেস্ক : জন্ম থেকেই দুই হাত নেই, এরপরও স্বাভাবিকভাবেই সব কিছুই করছেন এক মায়াময়ী মা আর তার একমাত্র ছেলে।তাদের বসবাস যুক্তরাষ্ট্রের শিকাগোয়।

জানা যায়, লিনডা বেননের চোখের মনি টিমি।সন্তানের জন্য মা পারেন না-এমন কিছু নেই। লিনডাও তেমনি। টিমির পুরো দেখাশোনা করেন তিনিই। ছেলেকে গোসল করান, জামা-কাপড় পড়িয়ে দেন।

অবলীলায় সব কাজ করে ফেলেন মা-ছেলে...ভাবছেন, এটা তো স্বাভাবিক, বলার কী আছে?

আছে, বলার আছে। কারণ এই মা যে অন্য সব মায়ের চেয়ে একটু ভিন্ন।
তাহলে আগে সেই গল্পটা বলি। লিনডা একটি বিরল রোগে আক্রান্ত।এটি হোল্ট-ওরাম সিনড্রোম নামে পরিচিত।

এই রোগে আক্রান্ত হলে হাড়ের বৃদ্ধিতে এবং হার্টে সমস্যা দেখা দেয়।এর ফলে দুই হাত ছাড়াই জন্ম হয়েছে লিনডার। কিন্তু তার মা-বাবার চোখের মনি ছিলেন তিনি।

অন্য সবার মতো স্বাভাবিক না হলেও লিনডা স্বাভাবিক জীবন-যাপনই করতেন। ধীরে ধীরে সব প্রতিবন্ধকতা জয় করেন তিনি।হাত না থাকায় সব কাজ তাকে পায়ের সাহায্যেই করতে হতো।

বলা যায়, পুরোপুরি আত্মনির্ভরশীল তিনি। এক সময় বিয়ে করেন রিচার্ড বেননকে। সংসারের সব কাজ তিনি নিজেই করেন। রান্না থেকে শুরু করে কাপড় ধোয়া পর্যন্ত। কিন্তু প্রয়োজনের সময় সঙ্গীটি সব সময় তার পাশে পাশেই ছিলেন।
২৯ জানুয়ারি ২০১৬ এমটিনিউজ২৪ডটকম/এসএম/ডিআরএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে