আন্তর্জাতিক ডেস্ক : লন্ডন থেকে লস এঞ্জেলস-এর উদ্দেশ্যে যাচ্ছিল আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইট ১০৯। যাত্রাতে কোন ত্রুটি ছিল না। বেশ ভালো করেই যাত্রা শুরু করে বিমানটি। যাত্রার ২ ঘন্টা পর বিমানটি একটি দ্বীপে উপর দিয়ে উড়ার সময় বিমানের অধিকাংশ যাত্রী-ক্রু মেম্বার রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন!
এ ঘটনায় হতবাক হয়ে পড়েন বিমানের চালক-সহ অন্যান্য ক্রু মেম্বাররা। আর তখনই বিমানচালক বিমানটিকে ঘুরিয়ে আবারও চলে আসেন লন্ডনে।
এদিকে লন্ডনে বিমানটি নিরাপদে অবতরণ করে। সুস্থ আছেন সকল যাত্রীও। তবে বৃহস্পতিবারের এই ঘটনায় পুরো ব্রিটেনজুড়েই ব্যাপক ছাঞ্চল্যের সৃষ্টি করেছে।
দ্য টেলিগ্রাফকে ওই বিমানের এক যাত্রী জানিয়েছেন, ওই 'রহস্যময়' দ্বীপের উপর দিয়ে উড়ে যাওয়ার সময়ই আচমকাই বিমানের যাত্রীরা বমি করতে শুরু করেন। কেউ কেউ অজ্ঞান হয়ে যান। বিমানে মোট ১৭২ জন যাত্রী ছিলেন।
বিমানচালক কন্ট্রোল রুমে বিষয়টি জানান। বিমান ফেরৎ আসার আগেই হিথরো বিমানবন্দর ঘিরে ফেলে পুলিশ, দমকল ও গোয়েন্দারা। মার্কিন স্বাস্থ্য দফতর যাত্রীদের শারীরিক পরীক্ষা শুরু করেছেন।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন