শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৪:১৩:২৬

সমুদ্রসৈকতে ৩০ ফুট দীর্ঘ তিমি!

সমুদ্রসৈকতে ৩০ ফুট দীর্ঘ তিমি!

আন্তর্জাতিক ডেস্ক : প্রায় চার টন ওজনের ৩০ ফুট দীর্ঘ একটি তিমি ভেসে এল জহুর সমুদ্রসৈকতে। বৃহস্পতিবার রাত ১০টা দিকে ভারতের মুম্বাইয়ের এই সমুদ্রসৈকতে তিমিটিকে পড়ে থাকতে দেখা যায়।

বিশেষজ্ঞরা জানান, এটি ব্রাইড তিমি। দু-দিন আগেই তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে এটি মারা গিয়েছে, তা যদিও পরিষ্কার নয়। বনদফতরের কর্মকর্তারা মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। সমুদ্রসৈকত থেকে মৃত তিমিটিকে সরাতে শুক্রবার সকালে ক্রেন নিয়ে আসা হয়েছে।

মহারাষ্ট্রের উপকূল অঞ্চল থেকে অতি সম্প্রতি দু'টি বড়সড় তিমির দেহ উদ্ধার হলো। গত বছরই আলিবাঘের সৈকতে একটি নীল তিমি বিশাল ঢেউয়ের সঙ্গে পাড়ে চলে এসেছিল। প্রায় ১০ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও, তিমিটিকে ফের সমুদ্রে ফিরিয়ে দেওয়া যায়নি। শেষ পর্যন্ত সেটি মারাই যায়।

কিছুদিন আগেই তামিলনাড়ুর সমুদ্রসৈকত থেকে ৪৫টি ছোট ডানার তিমি উদ্ধার হয়। আরো কয়েকটি তিমিটিকে পাড়ে ছটফট করতে দেখা যায়। এর মধ্যে প্রায় ৪০টির মতো তিমিকে জীবিত অবস্থায় সমুদ্রে ফেলে দেয়া সম্ভব হলেও, তিমিগুলি কেন মারা গিয়েছে, কেনই বা পাড়ে উঠে এসেছিল, তা জানা যায়নি।

একই ভাবে পুরীর সমুদ্রসৈকতে কয়েকটি অতি বিরলপ্রজাতির কচ্ছপের মৃত্যু প্রাণী বিশেষজ্ঞদের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। সমুদ্রগর্ভে দূষণ নাকি অন্য কোনও কারণে এত তিমি-কচ্ছপ মরছে, তা অজানাই থেকে গিয়েছে।-টাইমস অফ ইন্ডিয়া
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে