 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : প্রায় প্রতিদিনই তার খাবার তালিকায় থাকছে রুটি। টানা একমাসে রুটি খেয়ে ওজন কমিয়েছেন প্রায় ২৬ পাউন্ড! আবার এই কথা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে আয় করেছেন ১ কোটি ২০ লক্ষ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা হিসেবে) বাংলা দেশের টাকার পরিমান হয় ৯৩ কোটি ৬০ লাখ টাকা আয় করলেন আমেরিকার সেলিব্রিটি টিভি সঞ্চালক তথা প্রযোজক ওপরা উইনফ্রে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
আমেরিকান সংস্থা ওয়েট ওয়াচার্স-এর শেয়ার বাবদ এত মোটা অংকের টাকা আয় করলেন একষট্টি বছর বয়সী ওপরা উইনফ্রে। জানা গিয়েছে, ট্যুইটারে ওই সংস্থার হয়ে তিনি প্রচার করার পরই হু হু করে বাড়তে থাকে শেয়ারের দর। একলাফে তা ১৮ শতাংশ বৃদ্ধি পায়। নিজের অংশের শেয়ার বাবদ তাই উইনফ্রের মোট লাভ হয়েছে ১ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমান প্রায় ৯৪ কোটি টাকা।
জানাগিয়েছে, ট্যুইটটি প্রবল জনপ্রিয় হয়। প্রথম ট্যুইটে একটি ভিডিয়ো ক্লিপিং পোস্ট করা হয় যাতে ওপরা নিজেই জানান, খাদ্যাভ্যাসে বিশেষ কোনো কাটছাঁট না করেই ওয়েট ওয়াচার্স-এর পণ্য ব্যবহার করে দেহের ওজন কমাতে সক্ষম হয়েছেন। অর্থাত্ ওজন কমাতে হলে প্রচলিত মতে খাদ্য তালিকা থেকে কার্বোহাইড্রেট বাদ দেননি বলে দাবি ওপরার। ভিডিয়ো ক্লিপিংয়ে তিনি জানান, প্রতিদিন রুটি খেয়েও এক মাসে মোট ২৬ পাউন্ড ওজন কমিয়ে ফেলতে পেরেছেন। ৩০ সেকেন্ড দৈর্ঘ্যের ওই ট্যুইটের ওপর ওপরা লেখেন: Eat bread. Lose weight. Whaatt? #ComeJoinMe (sic)।
তবে শেয়ার বাবদ মুনাফা এখনো হাতে পেতে কিছু দেরি হবে, কারণ সে ক্ষেত্রে নিজের শেয়ারগুলি বিক্রি করতে হবে এই টিভি তারকাকে। প্রসঙ্গত, গত অক্টোবর মাসে ওয়েট ওয়াচার্স-এর মুখপাত্র নির্বাচিত হন তিনি। অতীতে জেনিফার হাডসন, জেনি ম্যাককার্থির মতো ব্যক্তিত্ব এই পদ অলঙ্কৃত করেছেন।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই