আন্তর্জাতিক ডেস্ক : আবারও বাজি কারখানায় বিস্ফোরণ। এগরার আতঙ্ক কাটতে না কাটতেই রাজ্যের একাধিক বাজি কারখানায় দুর্ঘটনা ঘটেই চলেছে। মঙ্গলের সকালেও বিস্ফোরণে ভাঙল ঘুম। ভয়াবহ আগুন লাগল মালদার ইংরেজবাজারের এক বাজির দোকানে। ঘটনায় ঝলসে কমপক্ষে একজনের মৃত্যুর খবর মিলেছে।
একের পর এক বিস্ফোরণের শব্দ পেয়ে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। জানা গিয়েছে, ওই দোকানে মজুত ছিল বিপুল বাজি।
দাহ্য পদার্থের উপস্থিতির কারণে চোখের নিমেষে পাশাপাশি আরও চারটি দোকানে ছড়িয়ে পড়ে আগুন। কালো ধোঁয়ার ভরে গিয়েছে গোটা এলাকা। আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের দুটি ইঞ্জিন। আবারও রাজ্যে বাজি মজুতের কারণে অগ্নিকাণ্ডে উঠছে প্রশ্ন। সূত্র: এই সময়