আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ সম্পত্তির বিচারে পিছনে ফেলে দিলেন অনেক বড় বড় ধনকুবেরদের৷ ফেসবুকের স্টক ভ্যালু ১৩ শতাংশ বাড়ায় এখন মার্ক জাকারবার্গ বিশ্বের ষষ্ঠ ধনী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছেন৷
গতকাল বৃহস্পতিবার ফেসবুকের চতুর্থ ত্রৈমাসিক সেলস রিপোর্ট প্রকাশ পেয়েছে৷ দেখা গিয়েছে ফেসবুকের মোট সম্পত্তি ৫২ শতাংশ বেড়েছে৷ 'স্টক প্রাইস' যে হারে বেড়েছে তার ফলে প্রতিদিন জাকারবার্গ প্রায় ৬ বিলিয়ন ডলার উপার্জন করেছেন৷ ৩১ বছরের জাকারবার্গ এখন ৪৭.৫০ বিলিয়নের মালিক৷ মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস, অ্যামাজনের সিইও জেফ বেজসের মতো মাত্র ৫ জন সম্পত্তির বিচারে জাকারবর্গের চেয়ে এগিয়ে রয়েছেন৷
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই