শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০১৬, ০৭:০৭:৪৫

মহিলাদের যোগব্যায়াম শিখিয়ে দেউলিয়া যে পুরুষ

মহিলাদের যোগব্যায়াম শিখিয়ে দেউলিয়া যে পুরুষ

আন্তর্জাতিক ডেস্ক : অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ৬.৪৭ মিলিয়ন ডলার অর্থাত্‍ বাংলাদেশি টাকায় প্রায় ৫২ কোটি টাকা জরিমানা হল যোগগুরু বিক্রম চৌধুরীর। ৬৯ বছর বয়সের যোগগুরু বিক্রম মূলত ভারতের কলকাতার বাসিন্দা। তার 'যোগ ব্যায়াম' মার্কিন যুক্তরাষ্ট্র তো বটেই, গোটা দুনিয়াতেই পরিচিত নাম। যোগাসনের শিক্ষা দিয়েই আমেরিকার একজন প্রথম সারির ধনকুবের তিনি।

এই শিক্ষা দিয়ে তিনি অর্জন করেছেন প্রায় ৩০টি বিলাসবহুল গাড়ি। আর অর্থ সম্পদের তো কোন অভাবই নেই। এই যোগগুরুর যোগাসন শিবিরে দিনের পর দিন অনৈতিক কর্মকাণ্ড চলছে, এই অভিযোগে চাঞ্চল্য পড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্বে। ক্ষতিপূরণ হিসেবে বিক্রম চৌধুরীকে বাংলাদেশি টাকায় প্রায় ৫২ কোটি টাকা জরিমানা করলো মার্কিন আদালত।

যোগগুরুর সাবেক আইন উপদেষ্টা মীনাক্ষি জাফা বডেন তার বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড ও অন্যায় ভাবে চাকরি থেকে বরখাস্ত করার অভিযোগ আনেন। বিক্রম চৌধুরীর ব্যক্তিগত আইন উপদেষ্টা হিসেবে কাজ করতে ভারত ছেড়ে আমেরিকা যান মীনাক্ষি। কিন্তু সেখানে তার জীবন যোগগুরু প্রায় নরকে পরিণত করে দিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। তার পাশাপাশি তার মেয়েকেও বিক্রম চৌধুরী হত্যার হুমকি দিয়েছিলেন বলে দাবি মীনাক্ষির।

এছাড়াও আরো ছয় মহিলা ও তিন পুরুষ বিক্রম চৌধুরীর বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দায়ের করেছেন আদালতে। বিক্রম চৌধুরীর অবশ্য দাবি যে তাকে অন্যায় ভাবে ফাঁসানো হয়েছে। নিজেকে প্রায় দেউলিয়া ঘোষণা করেছেন তিনি। তার সংগ্রহের ৩০টি বিলাসবহুল গাড়ি একটি বাচ্চাদের স্কুলে তিনি দান করেছেন বলে জানিয়েছেন।
২৯ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে