এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছর বিলম্বে প্রবেশ করতে চলেছে বর্ষা। কিন্তু, আদৌ বৃষ্টি স্বাভাবিক হবে তো? এই নিয়ে চড়ছিল দুঃশ্চিন্তার পারদ। যদিও চলতি বছরের বর্ষা নিয়ে খুশির খবর শোনাল মৌসম ভবন। শুক্রবার জানানো হয়েছে, এই বছর স্বাভাবিক হবে বর্ষা।
সেক্ষেত্রে এই বছরকে নিয়ে পাঁচ বছর পরপর স্বাভাবিক হল বর্ষা। স্বাভাবিকভাবেই এর সুফল পড়বে অর্থনীতির উপর। উল্লেখ্য, কেরালাতে বর্ষা প্রবেশ করতে চলেছে ৪ জুন। অন্যান্য বছর স্বাভাবিকভাবে ১ জুন সবার প্রথম কেরালাতে প্রবেশ করে মৌসুমী বায়ু। কিন্তু, এই বছর নির্ধারিত সময়ের থেকে বিলম্বে প্রবেশ করছে বর্ষা।
এদিকে এল নিনো নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন আবহাওয়াবিদদের একাংশ। সেক্ষেত্রে বর্ষা নিয়ে দুঃশ্চিন্তা তৈরি হয়েছিল। কিন্তু, এরই মধ্যে খুশির খবর শোনাল মৌসম ভবন।
বাংলাতেও কি বিলম্বে প্রবেশ করতে চলেছে বর্ষা?
যেহেতু কেরালাতে স্বাভাবিকের থেকে দেরিতে বর্ষা প্রবেশ করছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কবে বাংলাতে প্রবেশ করতে চলেছে বর্ষা। এই প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কেরালাতে দেরিতে প্রবেশ করলেই যে বাংলাতেও বর্ষার প্রবেশ বিলম্বে হবে, তা ঠিক নয়।
তবে বাংলায় বর্ষা কবে প্রবেশ করবে, তা এখনও স্পষ্ট নয়। কবে বঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করবে সেই দিকে নজর রাখা হচ্ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাৎপর্যপূর্ণভাবে, বর্ষা যদি স্বাভাবিক হয় সেক্ষেত্রে কৃষিকাজও ঠিকমতো সম্ভব। মৌসম ভবনের এই খবরে কিছুটা স্বস্তিতে কৃষকরা।
এক নজরে বাংলার আবহাওয়া…
বাংলায় শুক্রেও রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির কারণে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একধাক্কায় স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি নেমেছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি এবং এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪৬ শতাংশ।
শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বিকেলের দিকে কালবৈশাখী প্রত্যক্ষ করতে পারে কিছু জেলা। কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও।
এদিকে বিকেলে বৃষ্টির জন্য তাপমাত্রা একধাক্কায় কমবে অনেকটাই। অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।