শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৯:৩৯:৫০

অবাক কাণ্ড, এক প্লেট বিরিয়ানির বিনিময়ে পরিস্কার বিশাল হ্রদ

অবাক কাণ্ড, এক প্লেট বিরিয়ানির বিনিময়ে পরিস্কার বিশাল হ্রদ

আন্তর্জাতিক ডেস্ক : বিরিয়ানির বিনিময়ে সাফ বিশাল এক হ্রদ। অবাক লাগলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। আসলে পুরো দেশ জঞ্জালমুক্ত করার সঠিক উপায় নিয়ে নানা মত থাকাটাই স্বাভাবিক। সর্বসম্মত কোন পন্থা না থাকায় বিপাকে পড়তে হয় সরকারকে। আর জঞ্জালে ঢাকা নগর জীবনে সমস্যার অন্ন নেই। তারপরেও তো বাঁচতে হবে। তাই ব্যতিক্রমী এক কাণ্ড ঘটিয়ে চমক সৃষ্টি করলেন সরকারি উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা।

তার অভিনব ভাবনায় সাফ হয়েছে দীর্ঘদিনের জঞ্জালে ঢাকা কেরলের একটি হ্রদ। স্রেফ এক প্লেট বিরিয়ানি খাইয়ে ভারতের কোঝিকোড়ের জেলা কালেক্টর প্রশান্ত নায়ার কোয়িলান্ডি এলাকার পিশারিকাভু হ্রদ পরিষ্কার করিয়ে নিয়েছেন স্থানীয়দের কাজে লাগিয়ে।

কোনও জোরজার নয়, এক প্লেট বিরিয়ানির বিনিময়ে তাঁরা সানন্দে হ্রদ সাফ করার কাজ করেছেন। কুচুরিপানা ও দীর্ঘদিনের জমে থাকা জঞ্জাল সম্পূর্ণ পরিষ্কার করে দিয়েছেন তাঁরা।

আইএএস প্রশান্ত নায়ার ২৬ জানুয়ারি তাঁর ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এটা খুব একটা সহজ কাজ ছিল না। কিন্তু স্বেচ্ছাসেবকরা ওই কঠিন কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন।

যাঁরা এই কাজ করেছিলেন তাঁদের প্রত্যেককেই অভিনন্দন জানিয়েছেন নায়ার। তিনি বলেছেন, প্রায় ৫৭ হাজার বর্গমিটার জলাশয়টি পরিষ্কার করা একেবারেই সহজ ছিল না।

বিরিয়ানির খরচ এসেছে জেলা প্রশাসনের খরা মোকাবিলা তহবিল থেকে। নায়ার জানিয়েছেন, খরা মোকাবিলায় জলাশয়গুলির রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নাগরিক পরিষেবার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন অভিনব পদ্ধতি অনুসরণের জন্য পরিচিত নায়ার। এই কাজের জন্য তাঁর অনুরাগীর সংখ্যাও প্রচুর।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে