আন্তর্জাতিক ডেস্ক : অনন্য উচ্চতায় ইরান। এবার মার্কিন ভিত কাঁপিয়ে দিল ইরানি গোয়েন্দা ড্রোন। পারস্য উপসাগরে মোতায়েন একটি মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের উপর দিয়ে উড়ে গেছে সেটি।
দেশের দক্ষিণাঞ্চলের বিশাল এলাকা জুড়ে যখন ইরানের নৌবাহিনী বার্ষিক মহড়া চালাচ্ছে তখন এ খবর প্রকাশিত হলো।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ শুক্রবার জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজের উপর দিয়ে ওড়ার সময় এটির একটি ভিডিও ফুটেজ ধারণ করেছে ইরানি ড্রোন।
বার্তা সংস্থাটি বলেছে, একই সময়ে ওই মার্কিন যুদ্ধজাহাজের ছবি তোলা এবং এটি থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ইরানের গাদির শ্রেণির একটি সাবমেরিনও ওই জাহাজের কাছাকাছি চলে গিয়েছিল।
এ সময় যুদ্ধজাহাজটিতে অবস্থানরত মার্কিন সেনাদের বুঝতে না দিয়েই সাবমেরিন থেকে স্পষ্ট ছবি ও ভিডিও তোলা হয়েছে বলে ফার্স নিউজ জানিয়েছে।
পারস্য উপসাগরে মোতায়েন পঞ্চম মার্কিন নৌবহরের পক্ষ থেকে এ খবর সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস