শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ১০:৪৪:০৩

মিছিল করে অনশনে রাহুল গান্ধী, ফঁসছেন বিরোধীরা

মিছিল করে অনশনে রাহুল গান্ধী, ফঁসছেন বিরোধীরা

আন্তর্জাতিক ডেস্ক : এবার মিছিল করে অনশনে বসলেন ভারতের কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবাদী ছাত্রছাত্রীদের সঙ্গে অনশনে বসেছেন তিনি। এর আগে মধ্যরাতের মিছিলেও অংশ নিয়েছিলেন রাহুল।

আজ ছিল নিহত দলিত ছাত্র রোহিতের ২৭তম জন্মদিন। এই উপলক্ষে বৃহস্পতিবার গভীর রাতে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল রোহিতের প্রিয়জনেরা। সেই মিছিলে অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী।

এই ঘটনারই প্রতিবাদে তেলেঙ্গানার সব কলেজে শনিবার পঠন পাঠন বন্ধ রাখার দাবি করেছে এবিভিপি। ভারতীয় জনতা পার্টির এই ছাত্র সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে সংগঠনের কার্যনির্বাহী সদস্য কাদিয়াম রাজু বলেছেন, হায়দরাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যখন স্বাভাবিক ছন্দে ফিরছে সেই সময় রাহুল গান্ধী রাজনীতি করে সমগ্র বিষয়টিকে আরও জটিল করে তুলতে চাইছেন। এবিভিপি এরূপ নোংরা রাজনীতির তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে 'মৃতদেহ নিয়ে রাজনীতি' বন্ধ করা উচিত বলেও জানানো হয়েছে ওই বিবৃতিতে। একইসঙ্গে এবিভিপির প্রশ্ন, চেন্নাইয়ের মেডিকেল কলেজে যখন এক দলিত ছাত্রী আত্মহত্যা করল তখন কেন রাহুল গান্ধী কোনও প্রতিবাদ করেননি?

রোহিত ভেমুলার মৃত্যু নিয়ে রাজনীতি করছেন এই অভিযোগে শনিবার তেলেঙ্গানার সব কলেজে বন্ধ ডাকল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এই ছাত্র সংগঠনের অভিযোগ, লাশ নিয়ে রাজনীতি করছেন রাহুল গান্ধী।
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে