 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দারুণ এক সুখব জানানো হয়েছে সে দেশে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের। সেদেশে বসবাসরত সকল অবৈধ বাংলাদেশিদের বৈধতা দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে তিনি এ ঘোষণা দেন। তবে কত দিনের মধ্যে তাদের বৈধতা দেয়া হবে- সে বিষয়ে এখনও সরকারের তরফ থেকে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
 
মালয়েশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন সাতুকে নাজিব রাজাক বলেন, বৈধতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
 
এদিকে এ ঘোষণায় উচ্ছ্বাসিত দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিরা।
এদিকে এ ঘোষণা প্রসঙ্গে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, এর আগেও মালয়েশিয়া সরকার অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছিল।
তিনি জানান, এ সুযোগে সেসময় বহু শ্রমিকের পাসপোর্ট, টাকা নিয়ে দালালরা সটকে পড়েছিল। তাই দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের দালালের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি হাইকমিশনে যোগাযোগ করতে তিনি অনুরোধ জানিয়েছেন।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন