আন্তর্জাতিক ডেস্ক: এক লাখ টাকার ফ্রি রাইড নিয়েছেন! অথচ পকেট থেকে এক পয়সাও খরচ করতে হয়নি। কি ভাবছেন, আজগুবি গল্প! এও কি সম্ভব! হ্যা, সবাই সম্ভব। অ্যাপ ভিত্তিক ট্যাক্সি ক্যাবে এক লাখ টাকা মূল্যের সফর করেছেন এক ব্যক্তি।
এখন প্রত্যেক অ্যাপ বেসড ক্যাবই প্রথম বার ফ্রি রাইড দিচ্ছে সওয়ারিদের। শুধু অ্যাপ ডাউনলোড করে, মোবাইল নম্বর আর ইমেল আইডি দিয়ে লগইন করতে হবে। সেই অ্যাকাউন্ট ভেরিফাই করার পর, ওই ব্যক্তিকে প্রথম রাইডটি ফ্রি করে দেওয়া হয়।
ভারতের কলকাতার এক ব্যক্তি এরই সুযোগ নিয়েছেন প্রাণ ভরে। তাঁর পরিচিত যে সব ব্যক্তি বেশ গরিব অথচ প্রয়োজনে একটি করে মোবাইল ফোন রেখেছেন তাঁদের মোবাইল নম্বরের সুযোগ নিয়েছেন তিনি। এভাবেই গত এক বছরে তিনি এক লাখ টাকা মূল্যে ফ্রি রাইডে ঘুরে বেড়িয়েছেন কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
এবার আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, কীভাবে এই কাজ তিনি করতেন? যখনই নিম্নবিত্ত পরিবারের কোনও মানুষের সঙ্গে তাঁর দেখা হত, তিনি যে কোনও অছিলায় সেই ব্যক্তির মোবাইল ফোনটি নিয়ে নিতেন।
তারপর সেখান থেকে নিজের মোবাইলে একটি মিসড কল দিতেন। এরপর তিনি নিজের ফোনে ডাউনলোড করা অ্যাপে এই সব মোবাইল নম্বর দিয়ে লগইন করতেন। হাতে থাকা মোবাইল ফোনে যেই ভেরিফিকেশন কোড আসত অমনি তিনি অ্যাপে ওই কোড ইনপুট করে দিতেন।
সব কাজ মিটে গেলে ফোনটি ফেরত দিয়ে দিতেন! এভাবেই নিজের জন্যে এবং পরিবারের অন্যান্য সদস্যদের জন্যে তিনি দিনের পর দিন ফ্রি রাইডের সুযোগ নিয়েছেন। -নব ভারত টাইমস
৩০ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস