শনিবার, ৩০ জানুয়ারী, ২০১৬, ০৪:২৩:১০

ভয়াবহ ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : এক ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ অংশ। শনিবার সকালের দিকেই এই দুর্যোগ ঘটেছে বলে ইউএস জিওলজিকাল সার্ভে (ইউএসজিএস) সূত্রে জানানো হয়েছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭।

সংস্থাটি জানিয়েছে, গ্রিনিচ মান সময়ে ৩ টা ২৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত আনে। ইয়েলিজোভো থেকে ৯৫ কিলোমিটার উত্তরপূর্বে ১৫৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল। তবে এখন পর্যন্ত পাওয়া খবরে জানা যায়, এ ঘটনায় কোনো প্রকার হতাহতের খবর পাওয়া যায়নি।
 
জাতীয় ও উপসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। রাশিয়ার ভূগর্ভস্থ চ্যুতি ‘রিং অব ফায়ার’র কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ঐ স্থানটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাত হয়ে থাকে।
৩০ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে