আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতি গ্রহের উত্তর মেরুর কাছে বজ্রপাতের আভার ছবি তুলেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান জুনো। বৃহস্পতি প্রদক্ষিণ মিশন থেকে পাওয়া একটি ছবি সম্প্রতি প্রকাশ করেছে নাসা। ছবিটি ২০২০ সালের ২০ ডিসেম্বর তোলা।
নাসা জানিয়েছে, ২০২২ সালে শখের বিজ্ঞানী কেভিন এম গিল মহাকাশযানে থাকা জুনোক্যাম যন্ত্রের তথ্য থেকে ওই ছবি তৈরি করেছেন।
ছবিটি তোলার সময় বৃহস্পতির মেঘের চূড়া থেকে মাত্র ৩২ হাজার কিলোমিটার ওপরে ছিল জুনো মহাকাশযান। উল্লেখ্য, গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৮৩ কোটি কিলোমিটার দূরে।
বৃহস্পতির বজ্রপাতের বিষয়টি ব্যাখ্যা করে নাসা বলেছে, ‘আমাদের পৃথিবীতে বজ্রপাতের উৎপত্তি হয় পানি ভরা মেঘ থেকে এবং বিষুবরেখার কাছাকাছি বজ্রপাত হয়ে থাকে বেশি। অন্যদিকে বৃহস্পতিতে অ্যামোনিয়া-পানির দ্রবণযুক্ত মেঘেও বজ্রপাত হয়ে থাকে।
বৃহস্পতির ক্ষেত্রে বজ্রপাত সবচেয়ে বেশি হয়ে থাকে মেরুর কাছাকাছি।’বিজ্ঞানীরা বলছেন, দুই গ্রহের মধ্যে ব্যাপক পার্থক্য থাকা সত্ত্বেও বৃহস্পতি ও পৃথিবীর বজ্রপাতের মধ্যে সাদৃশ্য আছে। জুনোর পাঠানো তথ্য থেকে তা স্পষ্ট। বৃহস্পতি প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের সমন্বয়ে গঠিত। এর মধ্যে অন্য কিছু গ্যাসও অল্প পরিমাণে রয়েছে। সৌরজগতের বৃহত্তম গ্রহটির ব্যাস প্রায় এক লাখ ৪৩ হাজার কিলোমিটার। সূত্র : এনডিটিভি