আন্তর্জাতিক ডেস্ক : লাইনচ্যুত হল গুয়াহাটি থেকে জম্বু তাওয়াইগামী লোহিত এক্সপ্রেস। লাইনচ্যুত হয়ে গেল একাধিক বগি। ফের দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবাহী ট্রেন। এবার দুর্ঘটনার কবলে পড়ল লোহিত এক্সপ্রেস।
মঙ্গলবার দুপুরে লোহিত এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন রেলের আধিকারিকরা। ঘটনায় কেউ হতাহত হননি বলে শেষ খবর পাওয়া খবর পর্যন্ত। রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন রেলের আধিকারিকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লোহিত এক্সপ্রেস 15651 গুয়াহাটি থেকে জম্বু তাওয়াই যাওয়ার পথে ডালখোলা স্টেশন এবং সূর্যকমল স্টেশনের মাঝে দুর্ঘটনার মুখে পড়ে।
স্থানীয় সূত্রে খবর, ইঞ্জিন থেকে ১০ টির মত বগি আলাদা হয়ে যায়। রেলের বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানা যাচ্ছে। ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে রেলপুলিশ ও ডালখোলা থানার পুলিশ।