রবিবার, ২৫ জুন, ২০২৩, ০৮:১৩:৩৩

পুতিনকে এরদোগানের ফোন

পুতিনকে এরদোগানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে ওয়াগনার বাহিনী দেশটির সামরিক নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মস্কোর দিকে অগ্রযাত্রা শুরুর পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয়।

তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে- শনিবার ফোনালাপে এরদোগান পুতিনকে বিদ্রোহ মোকাবেলায় কাণ্ডজ্ঞান খাটিয়ে ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছিলেন। খবর ডেইলি সাবাহর। 

শুক্রবার রাতে রুশ সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রথমে রোস্তভ-অন-দনে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সামরিক জেলার সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়েছিল ওয়াগনার, পরে তাদের একটি বহর মস্কোর দিকে অগ্রসর হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ওয়াগনারকে অস্ত্র নামিয়ে আত্মসমর্পণের আহ্বান জানানোর পরও কোনো কাজ না হলে টেলিভিশনে জরুরিভিত্তিতে দেওয়া এক ভাষণে পুতিন ভাড়াটে বাহিনীটির কর্মকাণ্ডকে ‘রাষ্ট্রদ্রোহ ও বিশ্বাসঘাতকতা’ অ্যাখ্যা দেন এবং বলেন রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে যারাই অস্ত্র ধরবে তাদের কঠোর শাস্তি পেতে হবে।

ভাষণের পর পুতিন প্রথমেই যেসব বিশ্ব নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন, এরদোগান তাদের মধ্যে ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, দুই নেতা রাশিয়ার পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় এরদোগান পুতিনকে জানান, সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতা করতে আঙ্কারা প্রস্তুত।

আলাদা বিবৃতিতে ক্রেমলিন জানায়, পুতিনের সঙ্গে আলোচনায় এরদোগান রাশিয়ার সরকার বিদ্রোহ দমনে যেসব পদক্ষেপ নিয়েছে, তাতে সমর্থন দিয়েছেন।

রাশিয়া গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে তাদের বিশেষ সামরিক অভিযান শুরুর পর যে অল্প কয়েকটি দেশ মস্কো ও কিয়েভ উভয়ের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছে, তুরস্ক তার একটি।

মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য হলেও তুরস্ক তার পশ্চিমা মিত্রদের মতো ইউক্রেনে যুদ্ধের কারণে রাশিয়ার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা দেয়নি। তবে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে যাচ্ছে এবং দেশটির সার্বভৌমত্বের প্রতি সম্মান জানাতে মস্কোর প্রতি আহ্বানও জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে