সোমবার, ২৬ জুন, ২০২৩, ০২:০৭:২৮

মেয়েকে সারপ্রাইজ দিতে কানাডায় চলে গেলেন বাবা, অতঃপর... (ভিডিও)

মেয়েকে সারপ্রাইজ দিতে কানাডায় চলে গেলেন বাবা, অতঃপর... (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : বাবা ও মেয়ের সাক্ষাতের একটি হৃদয়বিদারক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করেছেন শ্রুতভা দেশাই। 

ক্যাপশনে তিনি লিখেছেন, বাবার এমন সারপ্রাইজে সত্যিই অবাক হয়েছি। ভালোবাসার টানে সুদূর ভারত থেকে আমাকে দেখতে চলে এসেছেন আমার প্রিয় বাবা। 

তিনি আরো লিখেছেন, বাবা যখন দরজা দিয়ে প্রবেশ করেছে আমি পুরোপুরি অবাক হয়ে গেছি। বাবাকে ভীষণ ভালোবাসি।ভিডিওটিতে দেখা যায়, কানাডায় পড়াশোনার পাশাপাশি মেয়ে যে মুদি দোকানে কাজ করেন, সেখানে চুপিসারে এসে হাজির হন বাবা। 

অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় মুখ লুকিয়ে কাঁদতে শুরু করেন মেয়ে। এরপর জড়িয়ে ধরেন বাবাকে। দুজনই দীর্ঘদিন পর সাক্ষাৎ করে বেশ আবেগী হয়ে পড়েন।

ইনস্টাগ্রামে শেয়ার করার পর অনেকেই তার এ ভিডিওতে মন্তব্য করেছেন। প্রায় ১৬ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।মন্তব্যের ঘরে একজন লিখেছেন, আমি আজ ইন্টারনেটে যেসব ভিডিও দেখেছি, তার মধ্যে সবচেয়ে সুন্দর দৃশ্য এটি। 

আরেকজন লিখেছেন, কী সুন্দর ভিডিও! এমন দৃশ্য দেখে কান্না চলে এলো। (ভিডিও)

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে