সোমবার, ২৬ জুন, ২০২৩, ০৯:৩৯:৫৩

এই আম এতই সুস্বাদু যে এবার আরবে রপ্তানি হচ্ছে

এই আম এতই সুস্বাদু যে এবার আরবে রপ্তানি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক : আম্রপালি, মল্লিকার মতো বিশেষ জাতের আম উপসাগরীয় দেশগুলোতে রপ্তানি করা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহী ও কাতারের মতো উপসাগরীয় দেশে বাজার তৈরির চেষ্টা চলছে।

ভারতের বাঁকুড়ার অন্যতম ফল ও সবজি উৎপাদনকারী সংস্থার মালিক এ কে দত্ত বলেছেন, মল্লিকা একটি বিরল প্রজাতির আম। এর সুগন্ধ রয়েছে এবং গুণমানের দিক থেকে অধিক পরিচিত আলফোনসোকে হারাতে পারে। এটি এতই সুস্বাদু যে এর স্বাদ আইসক্রিমের মতো। আমাদের উদ্দেশ্য হলো- উপসাগরীয় দেশগুলিতে এই বিশেষ আমের পরিচিতি তৈরি করা। আমদানিকারক দেশগুলির প্রয়োজনীয় মান পূরণ করতে হবে।

তিনি বলেন, প্ল্যাটফর্মটি টেস্টিং ল্যাবরেটরি এবং সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষ এবং অন্য সহযোগী বিভাগের সঙ্গে যোগাযোগের জন্য তৈরি করা হয়েছিল। যাতে রপ্তানিকারকদের বাজার সম্পর্কে আপডেট দেওয়া যায়। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে