আন্তর্জাতিক ডেস্ক: ক্রান্তির সভা সেরে মঙ্গলবার দুপুরেই উড়ানে কলকাতায় ফেরার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। পূর্ব নির্ধারিত সূচি মেনেই জলপাইগড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার জন্য ওড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। কিন্তু, মাঝ আকাশে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে হেলিকপ্টারটি।
ফলে মুখ্যমন্ত্রীর ওই হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করানো হয় সেবক এয়ার বেসে। বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান মমতা ব্যানার্জী। আপাতত সেবক এয়ার বেসেই নিরাপদে রয়েছেন মুখ্যমন্ত্রীসহ বাকিরা।
এদিন দুপুরে জলপাইগুড়ির ক্রান্তিতে পঞ্চায়েতের প্রচার সভা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই বাগডোগরা হয়ে উড়ানে কলকাতায় ফেরার কথা ছিল তার। সাধারণত ক্রান্তি থেকে বাগডোগরা হেলিকপ্টারে যেতে সময় লাগে ১১ মিনিট। ওড়ার কিছু ক্ষণের মধ্যেই দুর্যোগের মুখে পড়ে হেলিকপ্টার।
বৈকণ্ঠপুর জঙ্গলের কাছে মাঝ আকাশে প্রবল দুর্যোগের কবলে পড়ে মমতার হেলিকপ্টার। তখনই বিপদ বুঝে পাইলট সেবক এয়ার বেসের দিকে হেলিকপ্টারটি ঘুরিয়ে দেন। সেবক এয়ার বেসেই হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করা হয়।