মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩, ০৫:৫৫:৪২

দোয়া করি ঈদুল আজহা মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনুক: এরদোগান

দোয়া করি ঈদুল আজহা মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনুক: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক :  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশ, জাতি ও গোটা বিশ্বের মুসলমানদের ঈদুল আজহা বা কোরবানির ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

দেশটির সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, ভিডিও বার্তায় তুর্কি নেতা বলেন, ‘আমি দোয়া করি ঈদুল আজহা আমাদের পরিবার, আমাদের জাতি, মুসলিম বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য কল্যাণ বয়ে আনুক।’

ভিডিও বার্তায় এরদোগান বলেন, ঈদুল আজহার এই ছুটিতে আমরা একটি জাতি হিসেবে আমাদের ঐক্য এবং আমাদের চিরন্তন ভ্রাতৃত্বকে স্মরণ করি। ঈদুল আজহা সংহতি এবং ভাগ (শেয়ার) করে নেওয়ার মনোভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে