 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যরাতে বোমারু বিমান দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে সৌদি আরব। হামলায় অংশ নিয়েছে বেশ কয়েকটি জঙ্গী বিমান। এতে বহু মানুষ হতাহত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আহতের সংখ্যা অনেক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
ইয়েমেনের রাজধানী সানার পশ্চিমাঞ্চলে একটি বিদ্রোহী ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালায় সৌদি আরব। দেশটির বিদ্রোহীরা অভিযোগ করেছে, জঙ্গী দমনের নামে শনিবার মধ্যরাতে একটি জনবহুল অঞ্চলে বোমা বর্ষণ করে সৌদি বিমান বাহিনী। এতে প্রাণ হারান কমপক্ষে ৩০ জন গ্রামবাসী।
অন্যদিকে, ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি সমর্থিত সেনাবাহিনীর হামলায় সৌদি আরবের অন্তত ২৫ জন সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্য, গত বছরের মার্চ মাস থেকে দারিদ্র-পীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশ সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। সৌদি আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত প্রায় ৮,৩০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর৷ মৃতের মধ্যে ২,২৩৬ টি শিশু রয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া, আহত হয়েছে ১৬ হারের বেশি মানুষ।  
৩১ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস