আন্তর্জাতিক ডেস্ক: ২২ কেজি গাঁজা খেয়ে গেল ইঁদুরে। এর ফলেই জেলমুক্ত হলেন অভিযুক্ত দুই ব্যক্তি। আজব কাণ্ড চেন্নাইয়ের। গাঁজার ব্যবসা তথা পাচারে অভিযুক্ত হয়েছিলেন ওই দুজন। যদিও ইঁদুর গাঁজা খেয়ে ফেলায় আদালতে প্রমাণই দাখিল করতে পারেনি পুলিশ।
এর ফলেই তাদের শর্তহীন মুক্তি দিলেন বিচারক। মামলার সূত্রপাত ২০২০ সালে। ওই বছরই ২২ কেজি গাঁজা সমেত মেরিনা পুলিশের হাতে ধরা পড়েছিলেন রাজাগোপাল এবং নাগেশ্বরা রাও। গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর অভিযুক্তদের জেল হেফাজত হয়।
সম্প্রতি মামলার চার্জশিট দাখিল করে পুলিশ। যদিও এনডিপিএস আদালতে সব মিলিয়ে মোটে ১০০ গ্রাম গাঁজা জমা দেন পুলিশ কর্মকর্তারা। তার মধ্যে ৫০ গ্রাম অভিযুক্তদের কাছে ছিল। বাকি ৫০ গ্রাম ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
এরপর বিচারক প্রশ্ন করেন, বাজেয়াপ্ত হওয়া বাকি ২১.৯ কেজি গাঁজা কোথায় গেল? আজব উত্তর দেন তদন্তকারী পুলিশকর্মীরা। তারা জানান, ওই গাঁজা মালখানায় জমা রাখা হয়েছিল। সেখানে ইঁদুরের ব্যাপক উপদ্রব। ইঁদুরে সেই গাঁজা খেয়ে গেছে। এর পরেই প্রমাণের অভাবে দুই অভিযুক্তকে বেকসুর খালস ঘোষণা করেন বিচারক।