আন্তর্জাতিক ডেস্ক: বয়স পেরিয়ে গিয়েছে, বিয়ে করা হয়নি? সামনের দিন গুলো কি হবে ভেবে চিন্তার মধ্যে দিন কাটছে? তাহলে বলবো চিন্তার কোনও কারণ নেই। অবিবাহিতদের জন্য রয়েছে ভালো খবর। ভাবছেন এ আবার কী বলছি?
তাহলে শুনুন, বিয়ে না করার জন্যও এবার ভাতা মিলবে। আর সেই টাকা দেবে সরকার। এবার গোটা বিষয়টা কী সেটার গভীরে যাওয়া যাক। অবিবাহিতদের ভাতা দেওয়ার এই পরিকল্পনা করেছে ভারতের হরিয়ানা সরকার।
সম্প্রতিই হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানান, তার সরকার অবিবাহিতদের জন্য একটি পেনশন প্রকল্প আনার পরিকল্পনা করছে। ৪৫ থেকে ৬০ বছরের অকৃতদারদের জন্য বিশেষ পেনশন প্রকল্প চালু করেছে হরিয়ানা সরকার।
মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের ঘোষণা অনুযায়ী, ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতরা প্রতি মাসে ২ হাজার ৭৫০ টাকা করে পেনশন পাবেন। তবে এর জন্য রয়েছে একটি শর্তও। এই পেনশন প্রকল্পে আবেদনকারীদের বার্ষিক রোজগার হতে হবে ১ লাখ ৮০ হাজার টাকা থেকে কম।
সম্প্রতি হরিয়ানার করনাল জেলার কমলপুরা গ্রামে ‘জন সংবাদ’ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। সেখানেই ৪৫ থেকে ৬০ বছর বয়সী অবিবাহিতদের পেনশন প্রকল্প চালুর কথা ঘোষণা করেন তিনি।
এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য সরকার আগামী এক মাসের মধ্যেই এই প্রকল্প রূপায়ন নিয়ে সিদ্ধান্ত নেবে। এই পেনশন প্রকল্প বাস্তবায়িত হলে, রাজ্যের প্রায় দুই লাখ মানুষ উপকৃত হবেন।" এই পেনশন প্রকল্প বাস্তবায়িত হলে, রাজ্যের প্রায় দুই লাখ মানুষ উপকৃত হবেন।