বুধবার, ১২ জুলাই, ২০২৩, ১০:২৯:৫১

মোদির বিদেশ সফরে নিয়মিত সঙ্গী কে এই মহিলা?

মোদির বিদেশ সফরে নিয়মিত সঙ্গী কে এই মহিলা?

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের খুঁটিনাটির দিকে চোখ থাকে সকলেরই। এইসব সফরে মোদির সঙ্গে যারা থাকেন, স্বাভাবিকভাবেই নজর থাকে তাদের দিকেও। দেখা গিয়েছে, মোদির সব বিদেশ সফরেই সঙ্গে থাকেন একজন মহিলা। 

বিশেষ করে তার গুরুত্বপূর্ণ বৈঠকগুলিতে এই মহিলা সব সময়েই হাজির থাকেন। কিন্তু কে ইনি? মোদির বিদেশ সফরে তার উপস্থিতি এমন অপরিহার্যই বা কেন? ইনি গুরদীপ কওর চাওলা। জন্মসূত্রে ভারতীয় হলেও, বর্তমানে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রেই। একজন সফল অন্ত্রপ্রনর এই মহিলা। কিন্তু শুধু সেটুকুই তার পরিচয় নয়।

দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর এবং ডক্টরেট করেছেন তিনি। ভারতের সংসদের পাশাপাশি ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকেও বিশেষ ট্রেনিং নিয়েছেন এই মহিলা। মাত্র ২১ বছর বয়সেই দোভাষী হিসাবে সংসদে নিযুক্ত হয়েছিলেন তিনি। 

অনুবাদ এবং ভাষান্তরের কাজে ৩০ বছরের অভিজ্ঞতা রয়েছে তার। আর এই অভিজ্ঞ মহিলাকেই নিজের বক্তব্য অনুবাদের ক্ষেত্রে ভরসা করেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমানের জো বাইডেন, সবার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সময়েই তাকে দেখা গিয়েছে।

শুধু দেশেরই নয়, আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরগুলি। কিছুদিন আগেই বিদেশমন্ত্রী জয়শংকর বিশ্লেষণ করেছিলেন যে, দেশের সাবেক প্রধানমন্ত্রীদের তুলনায় প্রধানমন্ত্রী মোদির বিদেশ সফর কোথায় কোথায় আলাদা হয়ে দাঁড়িয়েছে। 

সাম্প্রতিক মার্কিন সফরে একইসঙ্গে বিদেশ নীতি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা এবং মার্কিন ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক, দুই-ই সেরেছেন মোদি। তার সফরের পরেই ভারতে বড় বিনিয়োগের ঘোষণা করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা। কিন্তু কথা হল, এই সফরগুলিতে মোদি একা থাকেন না। 

মোদিসঙ্গে থাকেন আরও কিছু কর্মকর্তা এবং কর্মীরা, যারা এইসব কূটনৈতিক সাক্ষাৎকার এবং আলাপ আলোচনায় কিছু না কিছু ভূমিকা পালন করেই থাকেন। তাদেরই অন্যতম গুরদীপ, যিনি মোদির বক্তব্য হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদ করে থাকেন। 

একা মোদিই নন, এই বিষয়টিতে তাকে ভরসা করে থাকেন একাধিক রাষ্ট্রনেতাই। ২০১০ সালে বারাক ওবামার প্রথম ভারত সফরে সঙ্গী হয়েছিলেন গুরদীপ। ২০১৫ সালে প্রজাতন্ত্র দিবসে ওবামার বক্তব্যও অনুবাদ করেছিলেন তিনিই। ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার কূটনৈতিক মহলে তাই বড় গুরুত্ব রয়েছে গুরদীপ কওর চাওলার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে