আন্তর্জাতিক ডেস্ক: বিপদসীমা পার করে আরও বেড়েছে যমুনার জলস্তর। দিল্লির পাশাপাশি প্লাবিত হরিয়ানার একাংশও। গত কয়েক সপ্তাহ ধরে একটানা বৃষ্টি। বহু বাড়ির ভিতরে ঢুকে গেছে জল। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগ স্থানীয় বাসিন্দাদের।
অথচ খোঁজ নেননি স্থানীয় বিধায়ক। দেরি করে এলাকা পরিদর্শনে যেতেই, স্থানীয় বাসিন্দাদের দ্বারা হেনস্থা হতে হল তাকে। বুধবার ঘটনাটি ঘটেছে কৈথাল এলাকায়। বন্যা বিধ্বস্ত বিধানসভা এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন জননায়ক জনতা পার্টির বিধায়ক ঈশ্বর সিং৷
তিনি এলাকায় পৌঁছতেই তাকে ঘিরে ধরেন স্থানীয়রা। অভিযোগ জানানোর পর্বে ভিড় ঠেলে এগিয়ে আসেন এক বৃদ্ধা। প্রকাশ্যে তিনি বিধায়ককে কষিয়ে চড় মারেন। খারাপ নিকাশি ব্যবস্থার জন্যেই এলাকা জলমগ্ন বলে তার অভিযোগ। এরপরই বিধায়ককে চড় মারেন।
তারপর অভিযোগ, 'এখন এসেছেন কেন?' এই ঘটনার পরেই ভিড় থেকে অন্যত্র বিধায়ককে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমকে ঈশ্বর সিং বলেন, ওই বৃদ্ধার বিরুদ্ধে তিনি কোনও আইনি পদক্ষেপ নেবেন না। টানা ভারী বৃষ্টির কারণেই যে জল জমেছে তাও বৃদ্ধাকে বুঝিয়ে বলেন।