বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩, ১০:২৫:০৪

আপনি যদি একজন বাইক প্রেমী হন, তবে বড় সুখবর

আপনি যদি একজন বাইক প্রেমী হন, তবে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক: আপনি যদি একজন বাইক প্রেমী হন এবং এই মুহূর্তে একটি কিলার ডিজাইনের বাইক কিনতে চান, তবে আপনার জন্য বড় সুখবর। আজ আমরা এই নিবন্ধে Royal Enfield-এর প্রতিদ্বন্দ্বী একটি গাড়ির দুর্দান্ত বৈশিষ্ট্য এবং দাম সম্পর্কে আপনাদের জানাতে চলেছি। তবে গাড়িটির দাম জানার আগে চলুন জেনে নেওয়া যাক 350-এর চোখ ধাঁধানো ফির্চাস সম্পর্কে-

এই মুহূর্তে ভারতীয় বাজারে Royal Enfield যে একটি বড় অংশ দখল করে রেখেছে সে কথা বলে দিতে হয় না। শুধুমাত্র তাই নয়, Royal Enfield-এর মত সুপার গাড়ির কালেকশনও নেই কোন কোম্পানির কাছে। ফলে ভারতীয় বাজারে ড্যাশিং গাড়ির বাজার একাই দখল করে রেখেছে এই গাড়ি নির্মাণ কোম্পানিটি। তবে সেই বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার উঠে পড়ে লেগে পড়েছে ভারতের অন্যতম বৃহৎ বাইক নির্মাণ কোম্পানি Bajaj।

সম্প্রতি কোম্পানির তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুলেটের মত লুক, সাউন্ড এবং দুর্দান্ত মাইলেজ নিয়ে তাদের নতুন গাড়ি বাজারে আসতে চলেছে। যে গাড়িটি ভারতীয় বাজারে Triumph Bajaj 350 নামে বিক্রি হবে।

যদিও গাড়িটি সম্পর্কে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করা হয়নি কোম্পানির তরফ থেকে। তবে গাড়ি বিশেষজ্ঞরা মনে করছেন, এই গাড়িটি দুটি ভেরিয়েন্টে অর্থাৎ 350cc এবং 400cc ইঞ্জিন সহ বাজারে উপলব্ধ হবে। দামের কথা প্রকাশ্যে না এলেও ধারণা করা হচ্ছে, Triumph Bajaj 350 গাড়ির বেস ভেরিয়েন্টের শো-রুম মূল্য 2.5 লাখ টাকার কাছাকাছি হতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে