আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া-বিষয়ক জাতিসংঘের শান্তি আলোচনায় আজ সিরিয়ার প্রধান সরকারবিরোধী গোষ্ঠীর প্রতিনিধিরা জেনেভায় এসে পৌঁছেছে। কিন্তু সৌদি আরব সমর্থিত হাই নেগোসিয়েশন্স কমিটি বা এইচএনসি-র একজন মুখপাত্র সালিম মুসলেট বলেছেন, সিরিয়ার আসাদ সরকারের সাথে আলোচনা শুরু হতে হলে তাদের দাবি অবশ্যই মানতে হবে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
তিনি বলেন, এই দাবির মধ্যে আছে বিমান হামলা বন্ধ, অবরোধের অবসান ঘটানো, এবং নারী ও শিশুদের কারামুক্তি। তবে এমন কথাও তিনি বলেছেন যে এগুলো আলোচনার 'পূর্বশর্ত নয়'।
এই গোষ্ঠীটি আদৌ শান্তি আলোচনায় আসবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তারা জেনেভায় এসে পৌঁছেছে। আজই বিরোধী গোষ্ঠীটির সাথে জাতিসংঘের একজন বিশেষ দূত স্টাফান ডে মিসটুরার সাথে বৈঠক হবার কথা রয়েছে।
বিরোধীরা বলছে তারা দূতের মাধ্যমেই আসাদ সরকারের প্রতিনিধির সাথে কথা বলচে, সরাসরি আলোচনা করবে না। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন আহ্বান জানিয়েছেন যেন সব পক্ষই যেন নিজেদের স্বার্থের চাইতে সিরিয়ার জনগণের স্বার্থকে বড় করে দেখে।
সিরিয়ায় প্রায় পাঁচ বছরব্যাপি গৃহযুদ্ধে আড়াই লক্ষেরও বেশি মানুষ নিহত হয়েছে, এক কোটি ১০ লাখ লোক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। সিরিয়ার এই সহিংসতা ইউরোপে সৃষ্টি হওয়া অভিবাসী সংকটেরও একটা বড় কারণ।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই