রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৫:৫৫:১৩

জঙ্গি হামলার কারণে চাকরি গেল উপাচার্যের

জঙ্গি হামলার কারণে চাকরি গেল উপাচার্যের

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার কারণে ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরিয়ে দিচ্ছে স্থানীয় খাইবার পাখতুন খাওয়া প্রদেশের সরকার। পাকিস্তানের ওই বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার তদন্ত করার জন্য গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এহেন সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফজল রহিম ছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্য আশফাক আহমেদকেও একই কারণে দায়িত্ব থেকে সরিয়ে নেয়া হচ্ছে।

পাক সংবাদপত্র 'ডন'-এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে উপযুক্ত নিরাপত্তা ছিল না। ২০১৪ সালে পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলার পর ওই প্রদেশের রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সব বিশ্ববিদ্যালয়গুলিতে উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছিলেন। বাচা খান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই নির্দেশমতো কোনো ব্যবস্থা নেয়নি বলে রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি।

সন্ত্রাসী হামলা হতে পারে জেনেও তা মোকাবিলা করার মতো কোন উদ্যোগ নেয়নি উপাচার্য। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি থাকলেও তার অধিকাংশই অকেজো হয়ে পড়েছিল। নিরাপত্তাকর্মীদের মধ্যেও সমন্বয়ের অভাব ছিল বলে উঠে এসেছে তদন্তে। সেই কারণে উপাচার্যের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিকিউরিটি ইনচার্যকেও অপসারণ করা হয়েছে।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে