আন্তর্জাতিক ডেস্ক : যেখানে সেখানে থুতু ফেলার অভ্যাস রয়েছে আপনার? তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান। এখন থেকে যেখানে সেখানে থুতু ফেললেই আপনাকে জরিমাণা গুণতে হবে ১০০ টাকা।
এমনই নির্দেশনা জারি করেছে ভারতের বর্ধমান পৌরসভা। নতুন বছর থেকেই এই নিয়ম কার্যকর হবে। থুতু ফেলার পাশাপাশি যত্রতত্র মল-মূত্র ত্যাগ করা, আর্বজনা ফেলা, খোলা জায়গায় মাংস কাটা ও ঝোলানোর ক্ষেত্রেও এই নির্দেশনা বলবৎ থাকবে।
এছাড়া নির্দিষ্ট মাপের বাইরে যেখানে-সেখানে হোর্ডিং, ব্যানার লাগানোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে ওই পৌরসভার পক্ষ থেকে।
এ ব্যাপারে বর্ধমান পৌরসভার কাউন্সিলার তথা এই সৌন্দর্যায়ন কমিটির আহ্বায়ক খোকন দাস জানিয়েছেন, স্টেশন থেকে বীরহাটা পর্যন্ত বিভিন্ন জায়গায় থাকবে সিসিটিভি। জানুয়ারী মাসের মধ্যেই এই কাজ শুরু হয়ে যাবে। পৌরসভার নিষেধ অমান্য করলে শাস্তি দেওয়া হবে। প্রথম ধাপের এই কাজে সফলতা এলেই এটা সারা শহরে করা হবে বলেও খোকন দাস জানিয়েছেন।
জানা গিয়েছে, বর্ধমান শহরকে সুন্দর করে গড়ে তুলতেই প্রথম ধাপ হিসাবে এই বিশেষ নির্দেশিকা জারি করেছে পৌর প্রশাসন। চলতি মাসের ৩ তারিখেই বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছিল। তারপর বুধবার এই বিষয়ে প্রশাসনিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠক হয়।
বৈঠক শেষে বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) নিখিল নির্মল জানিয়েছেন, প্রথম ধাপে বর্ধমান শহরের ষ্টেশন থেকে বীরহাটা পর্যন্ত এই সৌন্দর্যায়নের কাজ করা হবে। আগামী জানুয়ারী মাস থেকেই এ ব্যাপারে পুরোদমে কাজ শুরু করা হবে। পৌরসভার পক্ষ থেকে পুরো বিষয়টি নোটিশ দিয়ে এবং মাইকে প্রচার করে পুরবাসীকে জানানোও হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, শহরের যত্রতত্র মল-মূত্র ত্যাগ, থুতু ফেলা এবং আর্বজনা ফেলা হলে জরিমানা আদায় করা হবে। ন্যূনতম জরিমানা ১০০ টাকা। এছাড়া বর্ধমান স্টেশন থেকে বীরহাটা পর্যন্ত পুর এলাকায় নির্দিষ্ট জায়গা ও মাপের বাইরে কোনো হোর্ডিং বা ব্যানার লাগানো যাবে না এবং রাস্তার দু’পাশে কোনও স্থায়ী বা অস্থায়ী ছাউনি তৈরী করার ক্ষেত্রেও নির্দেশিকা জারি করেছে বর্ধমান পৌরসভা। আবার খোলা জায়গায় মাংস কাটা ও ঝোলানোর উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন