রবিবার, ৩১ জানুয়ারী, ২০১৬, ০৬:১১:৪৭

দিল্লির পর এবার মুম্বাইয়ের আকাশে

দিল্লির পর এবার মুম্বাইয়ের আকাশে

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির পর এবার ইউএফও দেখা গেল মুম্বাইয়ের আকাশে। প্নেন চালানোর সময় ককপিট থেকে রহস্যজনক চারটি বস্তু দেখতে পান পাইলট। দূর থেকে এগুলি প্যারাশ্যুটের মতো লাগছিল বলে জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার ওই বিমান চালক। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

শুক্রবার সকাল সাড়ে নটার দিকে মুম্বাই বিমানবন্দর থেকে আকাশে ওড়ে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৬৭১। আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে চারটি রহস্যজনক উড়ন্ত বস্তু দেখতে পান পাইলট। প্যারাশ্যুটের মতো দেখতে সেই রহস্যজনক বস্তুগুলিতে কোনো চালক ছিল কিনা, তা তিনি বুঝতে পারেননি বলে জানিয়েছেন। বিমানটি তখন মাটি থেকে ৬ হাজার ফুট ওপর দিয়ে উড়ছিল। ওই চারটি ইএফও বা Unidentified flying objects লাল, হলু, নীল ও সবুজ রঙের ছিল বলে জানিয়েছেন পাইলট।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে অবশ্য সরকারি ভাবে এই ঘটনার কথা কিছু জানানো হয়নি। মুম্বাইয়ের এয়ার ট্র্যাফিক কনট্রোলের জেনারেল ম্যানেজারের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। আকাশ থেকে জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বাই শহরে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন, প্যারাগ্লাইডার ও মাইক্রোলাইট এয়ারক্র্যাফ্ট নিষিদ্ধ করা হয়েছে।
৩১ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে